Advertisement
E-Paper

বিদেশিদের হয়রানিতে অভিযুক্ত ডিএইচআর

কয়লার ইঞ্জিনে চড়ে টয় ট্রেনে ঘুরতে চান ওঁরা। সে জন্য তিন দিনের জন্য টয় ট্রেন ভাড়া করেছিলেন জার্মানির একদল পর্যটক। কিন্তু, পর পর দুদিন ওই বিদেশি পর্যটকদের হয়রান করার অভিযোগ উঠেছে দার্জিলিং হিমালয়ান রেলের (ডিএইচআর) বিরুদ্ধে। যে পর্যটন সংস্থাটি পর্যটকদের হয়ে টয় ট্রেন ভাড়া করে তারা জানায়, রবিবার থেকে তিন দিন ওই দুই কামরা বিশিষ্ট টয় ট্রেন ভাড়া করা হয়েছে। ১০ জন জার্মান নাগরিকের রবিবার শিলিগুড়ি থেকে রংটং অবধি যাওয়ার কথা ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৪ ০২:২৩

কয়লার ইঞ্জিনে চড়ে টয় ট্রেনে ঘুরতে চান ওঁরা। সে জন্য তিন দিনের জন্য টয় ট্রেন ভাড়া করেছিলেন জার্মানির একদল পর্যটক। কিন্তু, পর পর দুদিন ওই বিদেশি পর্যটকদের হয়রান করার অভিযোগ উঠেছে দার্জিলিং হিমালয়ান রেলের (ডিএইচআর) বিরুদ্ধে। যে পর্যটন সংস্থাটি পর্যটকদের হয়ে টয় ট্রেন ভাড়া করে তারা জানায়, রবিবার থেকে তিন দিন ওই দুই কামরা বিশিষ্ট টয় ট্রেন ভাড়া করা হয়েছে। ১০ জন জার্মান নাগরিকের রবিবার শিলিগুড়ি থেকে রংটং অবধি যাওয়ার কথা ছিল। অথচ সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজারের কাছে এই ধরনের কোনও বুকিং-এর খবর না থাকায় তিনি ট্রেনটি স্টেশন থেকে ছাড়েননি বলে অভিযোগ। পরে পর্যটকেরা ক্ষোভ প্রকাশ করে স্টেশন থেকে ফিরে যেতে বাধ্য হন।

দ্বিতীয় দফায় সোমবার স্টিম ইঞ্জিনে ওই পর্যটকদের শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার কথা ছিল। রংটং যাওয়ার পর পর্যটন সংস্থাটিকে কিছু না জানিয়ে স্টিম ইঞ্জিন বদল করে ডিজেল ইঞ্জিন লাগিয়ে দেওয়া হয়। বিদেশি পর্যটকেরা দার্জিলিঙের পর্যটন সংস্থার কাছে ক্ষোভ প্রকাশও করেন। আজ, মঙ্গলবারও সংস্থাটি শিলিগুড়ি থেকে কার্শিয়াং অবধি যাওয়ার কথা। ডিএইচআর-এর ডাইরেক্টর এমডি ভুটিয়া বলেন, “এমনটা হওয়ার নয়। তবে অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” দার্জিলিঙের ওই পর্যটন সংস্থাটির ম্যানেজিং ডাইরেক্টর সুরেশ পেরিয়াল বলেন, “ডিএইচআর-এর উদাসীনতার জন্য আমাদের এলাকা সম্পর্কে বিশ্বের কাছে খারাপ বার্তা গেল। আগাম টাকা দিয়ে, বুকিং করে দু’দিনের জন্য ট্রেনটি নেওয়া হয়েছিল। কিন্তু পরে দেখা গেল, একদিন ভাড়া দেওয়ার খবর স্টেশনেই পাঠানো হয়নি। আরেকদিন, চালানো হলেও কথামত তা স্টিম ইঞ্জিন দিয়ে চালানো হল না। আমি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে তদন্তের দাবি জানিয়েছি। টাকাও ফেরত দেওয়া হয়নি।” জার্মান পর্যটক দলের তরফে মার্টিন হগ বলেন, “আমাদের ১০ দিনের জন্য ঘুরতে এসেছি। এর মধ্যে তিন দিন কেবলমাত্র টয়ট্রেনের জন্যই রাখা হয়েছিল। দুই দিন আমরা পরিষেবায় হতাশ হয়েছি। আজ, মঙ্গলবার আমাদের কার্শিয়াং যাওয়ার কথা রয়েছে। দেখি কী হয়!”

রেলের তরফে এহেন পরিষেবা নিয়ে দার্জিলিং পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা জানান, দার্জিলিং পাহাড়ের পর্যটনের অন্যতম আকর্ষণ বিশ্ববিখ্যাত টয়ট্রেন। বহু দেশি বিদেশি পর্যটক এর টানেই এই অঞ্চলে আসেন। ধসে বিধ্বস্ত ৫৫ নম্বর জাতীয় সড়ক মেরামত না হওয়ায় টয়ট্রেনটি শিলিগুড়ি থেকে শুধুমাত্র রংটং-তিনধারিয়া যাতায়াত করে। চার্টার্ড ট্রেন কার্শিয়াং অবধিও যায়। প্রতিদিন সকাল ১০টা নাগাদ শিলিগুড়ি জংশন স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি রংটং অবধি যায়। পরে দুপুর আড়াইটা নাগাদ সেটি শিলিগুড়ি ফিরে আসে। চার্টার্ড ট্রেনের ক্ষেত্রে সকালের দিকের সময় সীমা ঠিক করা হয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃত টয় ট্রেন ভাড়া একদিনে ২২ হাজার টাকা।

darjeeling german tourist dhr
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy