ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেই হবে না, সেখানে যাতে নিয়মিত লেনদেন হয় তা নিশ্চিত করার উপরে জোর দেওয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদেরা। শনিবার মালদহ কলেজ অডিটোরিয়ামে বাণিজ্য বিভাগের উদ্যোগে ইউজিসি অনুমোদিত জাতীয় স্তরের এই আলোচনার সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দুবাবু বলেন, ‘‘দেশের অর্থনীতির উন্নতি করতে হলে ব্যাঙ্কের সুবিধে নিতে হবে। ব্যাঙ্কের মাধ্যমে শিক্ষার জন্য ঋণ নিয়ে স্বনির্ভর হতে ছাত্র ছাত্রীদের। স্বনির্ভর হয়ে যাওয়ার পর সেই ঋণ শোধ করতে হবে। এমন ভাবে সুবিধে নেওয়ার ফলেই হাল ফিরবে দেশের অর্থনীতির।’’ সভায় ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালি, কলকতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্বাগত সেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক দেবব্রত মিত্র, মালদহ কলেজের অধ্যক্ষ আব্দুল কালাম মহম্মদ আনুয়ারুজ্জামান সহ বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। আলোচনা শেষ হবে আজ রবিবার।