Advertisement
২২ মে ২০২৪

বালকের মৃত্যু দুর্ঘটনায়, দেহ নিয়ে অবরোধ

মোটর বাইকের ধাক্কায় আট বছরের বালকের মৃত্যুতে উত্তেজনা দেখা দিল মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে। সোমবার সকালে তুলসীহাটা-ভালুকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ-সহ চালককে গ্রেফতারের দাবিতে ছয় ঘন্টা ধরে দেহ আটকে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। মৃতের নাম মুকেশ আলি (৮)।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ০২:১৪
Share: Save:

মোটর বাইকের ধাক্কায় আট বছরের বালকের মৃত্যুতে উত্তেজনা দেখা দিল মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে। সোমবার সকালে তুলসীহাটা-ভালুকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ-সহ চালককে গ্রেফতারের দাবিতে ছয় ঘন্টা ধরে দেহ আটকে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। মৃতের নাম মুকেশ আলি (৮)। এ দিন দোকান থেকে জিনিস কিনে বাড়ি ফেরার সময় মোটর বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকেশের বাবা রজব আলি প্রতিবন্ধী। মা মুকলা বিবি তাঁর স্বামীকে নিয়ে দৌলতপুর নতুনপাড়ায় দাদুর বাড়িতে থাকেন। রজব ভিক্ষে করে সংসার চালান। তাদের দুই ছেলেমেয়ের মধ্যে বড় মুকেশ। সে স্থানীয় প্রাথমিক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। এই দিন স্কুল যাওয়ার আগে মা তাকে দোকানে জিনিস কিনতে পাঠান। বাড়ি ফেরার সময় তাকে একটি বাইক ধাক্কা মারলে ঘটনাস্থলেই সে মারা যায়। বাইকটি ফেলে চালক পালালেও তাকে চিনে ফেলেন বাসিন্দারা।

বাসিন্দারা জানান, প্রচণ্ড গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি ওই বালককে ধাক্কা মারে। সকাল ৮টা থেকে অবরোধ শুরু করেন কয়েকশ বাসিন্দা। প্রথমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও বাসিন্দারা তাদের দেহ তুলতে দেননি। লাগোয়া রাঙাইপুর থেকে চালককে গ্রেফতার করা হলেও ক্ষতিপূরণের দাবিতে অনড় থাকেন বাসিন্দারা। চালক ধরা পড়ার খবর চাউর হতেই তাঁকে তাঁদের হাতে তুলে দিতে হবে বলে বাসিন্দার একাংশ দাবি তোলে। পরে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ প্রশাসনের কর্তারা।

বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছয় ঘণ্টা পরে রাস্তা থেকে দেহ তুলে ময়না-তদন্তে পাঠায় পুলিশ। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ থাকায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি এতটাই দুঃস্থ যে ছেলের শেষকৃত্য করার সামার্থ্য নেই। তাই বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে তাদের পাশে দাঁড়ান। এ দিকে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন ওই দম্পতি। বাবা রজব আলি বলেন, “এক বেলা খেয়ে ছেলেটাকে স্কুলে পড়াতাম। ওকে যে এ ভাবে হারাব ভাবিনি।”

এ দিন জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় বলেছেন, “মৃত বালকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয় প্রশাসন দেখছে।” হরিশ্চন্দ্রপুর ২-এর বিডিও কৌশিক পাল বলেন, “সত্যিই পরিবারটি অত্যন্ত দুঃস্থ। তাই অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।”

বাসে তল্লাশি। যাত্রিবাসে তল্লাশি চালিয়ে দুটি আগ্রেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল বিএসএফ। রবিবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের বালুপাড়া এলাকার ঘটনা। বালুরঘাটগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল ও ২টি গুলি উদ্ধার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

blockade child death in accident chanchal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE