Advertisement
০৫ মে ২০২৪
তিন দিন ধরে অকেজো পড়ে চলমান সিঁড়ি

ভোগান্তি যাত্রীদের

যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন ধরে খারাপ হয়ে রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার ওভারব্রিজে ওঠার চলমান সিঁড়ি। কবে তা ঠিক হবে, তাও কর্তৃপক্ষ জানেন না বলে অভিযোগ। তার ফলে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের সাধারণ সিঁড়ি দিয়ে অথবা ঘুরপথে অনেকটা পথ বেশি হেঁটে, ওভার ব্রিজ ব্যবহার করে স্টেশনে যেতে হচ্ছে। ফলে বিপাকে যাত্রীরা।

নিউ জলপাইগুড়ি স্টেশনে বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

নিউ জলপাইগুড়ি স্টেশনে বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২০ জুন ২০১৪ ০২:১৭
Share: Save:

যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন ধরে খারাপ হয়ে রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার ওভারব্রিজে ওঠার চলমান সিঁড়ি। কবে তা ঠিক হবে, তাও কর্তৃপক্ষ জানেন না বলে অভিযোগ। তার ফলে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের সাধারণ সিঁড়ি দিয়ে অথবা ঘুরপথে অনেকটা পথ বেশি হেঁটে, ওভার ব্রিজ ব্যবহার করে স্টেশনে যেতে হচ্ছে। ফলে বিপাকে যাত্রীরা।

ওভারব্রিজে ওঠা ছাড়া স্টেশনে ঢোকার অন্য কোনও বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে এ ভাবেই স্টেশনে ঢুকতে হচ্ছে যাত্রীদের। এনজেপি-র স্টেশন ম্যানেজার অজিতেশ দাস বলেন, “বৈদ্যুতিক সার্কিটে ও রোলারে গোলমাল দেখা দেওয়ায় আপাতত তা বন্ধ রাখা হয়েছে। মেরামতিতে আরও কমপক্ষে দু-তিনদিন সময় লাগবে।” রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই চলমান সিঁড়িটি দিল্লির একটি সংস্থাকে দিয়ে মেরামত করানোর সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার প্রথমে সিঁড়িতে সমস্যা দেখা দেওয়ার খবর পেয়ে স্টেশনের কর্মীদেরই প্রাথমিক মেরামতির কাজ শুরু করে। তাতে কাজ না হওয়ায় সিঁড়িটি সম্পূর্ণ মেরামতির আগে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যদিও নিউ জলপাইগুড়ির এরিয়া ম্যানেজার পার্থ সারথি শীল এ দিন দাবি করেন, “বৃহস্পতিবারই সিঁড়িটি ঠিক হয়ে যাওয়ার কথা। কেন হয়নি তা খোঁজ নিয়ে দেখছি।”

সিঁড়ি বন্ধের কারণে সবচেয়ে বিপাকে পড়েন বয়স্ক যাত্রীরা। এ দিন দুপুরে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসে গুয়াহাটি যাওয়ার জন্য এসেছিলেন সত্তরোর্ধ চঞ্চল বেহুরিয়া ও তাঁর স্ত্রী। চঞ্চলবাবু সিঁড়ি খারাপ থাকায় বেশ বিরক্ত। তিনি বলেন, “স্টেশনে ঢুকতে হলে লম্বা ওভারব্রিজ পার হতে হয়। আমা হাঁটুতে ব্যথা রয়েছে। তাতে সিঁড়িটি চালু না থাকায় খুবই সমস্যায় পড়তে হল।” নিউ জলপাইগুড়ি যাত্রী ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের পক্ষে সভাপতি দীপক মহান্তি বলেছেন, “রেলকে অভিযোগ জানাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

escalator new jalpaiguri station siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE