Advertisement
১৯ মে ২০২৪

মিছিল থেকে আটক ২৮ বাইক

বিধি-ভঙ্গের অভিযোগে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের র্যালি থেকে ২৮টি মোটর বাইক আটক করল পুলিশ। সোমবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। দক্ষিণ দিনাজপুরের নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “বাইক র্যালির অনুমতি ছিল না। বিরোধী রাজনৈতিক দলের তরফে অভিযোগ পেয়ে জেলা নির্বাচন দফতরের দলকে পাঠানো হয়। মিছিল থেকে পুলিশ ২৮ বাইক আটক করে। ৮ জনকে আটক করা হয়েছে।”

ইটাহারে কর্মিসভায় তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। সোমবার তোলা নিজস্ব চিত্র।

ইটাহারে কর্মিসভায় তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। সোমবার তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০২:০৯
Share: Save:

বিধি-ভঙ্গের অভিযোগে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের র্যালি থেকে ২৮টি মোটর বাইক আটক করল পুলিশ। সোমবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। দক্ষিণ দিনাজপুরের নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “বাইক র্যালির অনুমতি ছিল না। বিরোধী রাজনৈতিক দলের তরফে অভিযোগ পেয়ে জেলা নির্বাচন দফতরের দলকে পাঠানো হয়। মিছিল থেকে পুলিশ ২৮ বাইক আটক করে। ৮ জনকে আটক করা হয়েছে।”

গত ২৩ মার্চ বালুরঘাট লোকসভার প্রার্থী অর্পিতাকে নিয়ে কর্মিসভার দিন হিলিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট ও রক্তারক্তির জেরে দল চরম অস্বস্তিতে পড়ে। এক যুব নেতাকে বহিষ্কার এবং ৪ জনকে ৫ বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। এ দিন হিলিতে পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তীর উপস্থিতিতে দলের প্রার্থী অর্পিতাকে নিয়ে প্রচার মিছিল বার হয়। বিধিভঙ্গের অভিযোগ ওঠায় অস্বস্তিতে জেলা নেতৃত্ব।

পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী থেকে শুরু করে প্রার্থী অর্পিতা এ বিষয়ে জানান, তাঁরা মিছিলের সামনে ছিলেন, পিছনে কী হয়েছে জানা নেই। হিলির তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি কল্যাণ কুণ্ডু এ দিন বলেন, “মিছিল শেষ হওয়ার পর বিষয়টি জানতে পারি। তবে ওই বাইক বাহিনীর সঙ্গে মিছিলের কোনও সম্পর্ক নেই।” জেলা সভাপতি বিপ্লব মিত্রও বলেন, “ব্লক সভাপতির কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে।” বালুরঘাটের কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র বলেন, “বাইক নিয়ে মিছিল করাই যায়। তবে তার অনুমতিপত্রের কাগজ গাড়িতে লাগিয়ে রাখতে হয়। হিলির র্যালিতে বাইক মিছিলের কোনও অনুমতি নেওয়া ছিল না।” পুলিশ এবং প্রশাসন সূত্রে খবর, এ দিন হিলি ব্লক জুড়ে প্রার্থীকে নিয়ে তৃণমূলের মিছিল বার হয়। ডাবরা থেকে খারুন, রামকৃষ্ণপুর, গোঁসাইপুর এলাকা হয়ে হিলি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে মিছিল যমুনা সেতুর উপর দিয়ে যেতে থাকে। মিছিলের সামনের অংশ সেতু পার হয়ে যায়। সে সময়ে মিছিলের শেষের দিকে প্রশাসনের তরফে বাইক বাহিনীকে আটকে দেওয়া হয়। এতে তীব্র আপত্তি জানিয়ে তৃণমূল কর্মীরা কিছুক্ষণ বিক্ষোভ দেখান।

এ দিন ইটাহারে সন্ধ্যায় হাইস্কুল চত্বরে দেড় ঘণ্টা ধরে চলা কর্মিসভার পরেও আধ ঘণ্টা অর্পিতাদেবী স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেন। তাঁরা নানা সমস্যার কথা প্রার্থীকে জানান। অর্পিতা তাঁদের আশ্বস্ত করেন, সদর এলাকা যাতে পুরসভা হিসাবে গড়ে তোলা যায়, সেই বিষয়ে তিনি উদ্যোগী হবেন। তৃণমূলের কার্যনির্বাহী সভাপতি মোশারফ হোসেন জানান, অর্পিতাদেবী জয়ী হলে প্রতি সপ্তাহে একদিন করে ইটাহারে থেকে বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arpita ghosh balurghat itahar bike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE