উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গ থেকে মার্কিন যুবকের দেহ নিয়ে গেলেন পরিজনেরা। শনিবার দুপুরে বিমানে শিলিগুড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হয়েছে মুম্বইতে। সেখান থেকে আমেরিকায় পৌঁছবে রুবেন লামেন ফক্সের দেহ। রুবেনের পরিবারের তরফে দার্জিলিং জেলা পুলিশের কাছে দেহ হস্তান্তরের আবেদন জানিয়ে চিঠিও পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সেবকের কাছে গণেশঝোরা এলাকা থেকে রুবেনের দেহ উদ্ধার হয়। বুধবার দুপুরে রুবেন তাঁর এক মার্কিন সঙ্গীকে সঙ্গে নিয়ে সেবকের কাছে ‘ট্রেকিং’ করতে গিয়ে পা হড়কে রুবেন পাহাড় থেকে পড়ে যায় বলে তাঁর সঙ্গী জানিয়েছেন। জেলা পুলিশ জানিয়েছে, মার্কিন কনস্যুলেট থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরেই দেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।