Advertisement
১৭ মে ২০২৪

রোগ রুখতে পথে নামবে বাম, বিজেপি

শিলিগুড়ি পুরসভা এনসেফ্যালাইটিস প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থ বলে অভিযোগ করছেন জেলা বামফ্রন্ট ও বিজেপি। তবে শুধু দোষারোপ না করে নিজেরাই এবার দলগতভাবে পুর এবং সংলগ্ন এলাকায় এনসেফ্যালাইটিস রুখতে আলাদা ভাবে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। দার্জিলিং জেলা বামফ্রন্ট এবং বিজেপি’র পক্ষ থেকে তা জানানো হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে আলাদা ভাবে সাংবাদিক বৈঠক করে নিজেদের কর্মসূচির কথা ঘোষণা করেন জেলা বামফ্রন্টের চেয়ারম্যান তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এবং বিজেপির রাজ্য সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০১:৫৭
Share: Save:

শিলিগুড়ি পুরসভা এনসেফ্যালাইটিস প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থ বলে অভিযোগ করছেন জেলা বামফ্রন্ট ও বিজেপি। তবে শুধু দোষারোপ না করে নিজেরাই এবার দলগতভাবে পুর এবং সংলগ্ন এলাকায় এনসেফ্যালাইটিস রুখতে আলাদা ভাবে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। দার্জিলিং জেলা বামফ্রন্ট এবং বিজেপি’র পক্ষ থেকে তা জানানো হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে আলাদা ভাবে সাংবাদিক বৈঠক করে নিজেদের কর্মসূচির কথা ঘোষণা করেন জেলা বামফ্রন্টের চেয়ারম্যান তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এবং বিজেপির রাজ্য সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী।

এ দিন শিলিগুড়িতে সিপিএমের দলীয় কার্যালয়ে বামফ্রন্টের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক ডেকে এনসেফ্যালাইটিস নিয়ে রাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করেন অশোকবাবু। তিনি বলেন, “এর আগেও ২০০১ সালে শিলিগুড়িতে এর চেয়েও ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। সেই সময় ২০ জনের বিশেষজ্ঞ দল এনে মেডিকেল কলেজে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছিল। এবার রাজ্য সরকার কোনও ব্যবস্থা নেয়নি। যতটুকু হচ্ছে তা-ও অনেক দেরিতে।” বামফ্রন্টের তরফে জানানো হয়, শনিবার থেকে তারা ব্লিচিং ছড়ানোর কাজ শুরু করবেন। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। তা নেওয়ার কাজ শেষ হলেই সেই মতো লিফলেট ছাপিয়ে বিলি করা হবে। শুক্রবার বিকেলে বামফ্রন্টের পক্ষ থেকে অনিল বিশ্বাস ভবন থেকে ইজ়রায়েলের গাজায় শিশুর মৃত্যু এবং উত্তরবঙ্গে এনসেফ্যালাইটিসে রোগীর মৃত্যুর প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়েছে।

এনসেফ্যালাইটিস নিয়ে বামেরা রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ তোলেন বিজেপি নেতা বিশ্বপ্রিয়বাবু। তিনি বলেন, “এত বছর ক্ষমতাও থেকেও বামফ্রন্ট রাজ্যে কোনও পরিকাঠামো গড়েনি। ওদের মুখে সমালোচনা মানায় না। আমরাই পুনে থেকে বিজ্ঞানী এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি।” আগামী ৬ ও ৭ আগস্ট শিলিগুড়িতে দলের রাজ্য কমিটির বৈঠক রয়েছে বলেও জানানো হয়।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শহরে এনসেফ্যালাইটিস প্রতিরোধে ব্যবস্থা নিতে পুর কর্তৃপক্ষকে জরুরি বৈঠক ডাকতে এ দিন আর্জি জানালেন শিলিগুড়ি পুরসভার বাম কাউন্সিলররা। পুরসভার চেয়ারম্যান অরিন্দম মিত্রর কাছে ওই আর্জি জানিয়ে দলের কাউন্সিলরদের তরফে চেয়ারম্যানের দফতরে এ ব্যাপারে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে পুর কমিশনারের কাছেও। পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, “চিঠির ওই প্রতিলিপি পাইনি। খোঁজ নেব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri lest-bjp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE