Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রায়গঞ্জেই এইমস চায় বামেরা

রায়গঞ্জে এইমস তৈরির দাবিতে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবকে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা বামফ্রন্ট। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল অধ্যক্ষকে তারা চিঠির প্রতিলিপি দেন। রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে তাঁরা আন্দোলনের হুমকি দিয়েছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোকে এইমসের ধাঁচে করার দাবিও জানান।

অধ্যক্ষের সঙ্গে কথা বলছেন বাম প্রতিনিধি দল। ছবি: বিশ্বরূপ বসাক।

অধ্যক্ষের সঙ্গে কথা বলছেন বাম প্রতিনিধি দল। ছবি: বিশ্বরূপ বসাক।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৪ ০১:৫৬
Share: Save:

রায়গঞ্জে এইমস তৈরির দাবিতে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবকে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা বামফ্রন্ট। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল অধ্যক্ষকে তারা চিঠির প্রতিলিপি দেন। রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে তাঁরা আন্দোলনের হুমকি দিয়েছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোকে এইমসের ধাঁচে করার দাবিও জানান।

প্রাক্তন পুরমন্ত্রী সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, “আগে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়েই রায়গঞ্জে এইমস তৈরি সিদ্ধান্ত নেয়। বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সেই হাসপাতাল রায়গঞ্জ থেকে সরিয়ে কল্যাণীতে করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিরোধিতা করছি। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। রায়গঞ্জেই এইমস-এর দাবিতে আন্দোলন করব।”

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নে বর্তমান রাজ্য সরকার উদাসীন বলে এ দিন সরব হয় বাম প্রতিনিধি দল। তাঁদের অভিযোগ, গত বছর এই মেডিক্যাল কলেজ হাসপাতালে এমবিবিএস পড়ার আসন ১০০ থেকে বাড়িয়ে ১৫০ করা হয়। এ বছর পরিকাঠামোর ঘাটতির কারণে ৫০টি আসন কমানোর হতে পারে বলে বামেদের আশঙ্কা। হাসপাতালে যে ঠিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে না, তা বোঝা যাচ্ছে। এইমস ধাঁচে এই হাসপাতালে পরিকাঠামো গড়ে তোলা হলে সবচেয়ে ভাল হয়। তার বদলে সুপার স্পেশালিটি হাসপাতাল করার কথা বলা হচ্ছে। ‘দইয়ের বদলে ঘোল’ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলছেন অশোকবাবুরা।

অশোকবাবু বলেন, “মুখ্যমন্ত্রী বহু বার উত্তরবঙ্গে আসছেন। ভাল কথা। কিন্তু তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এলেন না। আসলে রাজ্য সরকারের কাছে এর গুরুত্ব কম।” কলেজের অধ্যক্ষ অনুপ রায় জানান, বামেদের ওই প্রতিনিধি দল স্বাস্থ্য দফতরের প্রধান সচিবকে স্মারকলিপি পাঠিয়েছেন। তাঁকে সেই স্মারকলিপির প্রতিলিপি দেওয়া হয়েছে। অধ্যক্ষ বলেন, “এ কথাটা ঠিক যে উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমস-র একটা দাবি রয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যালের পরিকাঠামো এইমসের ধাঁচে না করা হলেও সুপার স্পেশালিটি স্তরে উন্নীত করতে ১৪০ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় প্রকল্প নেওয়া হয়েছে। সুপার স্পেশালিটি সার্জিক্যাল ব্লক, মেডিসিন বিভাগের উন্নতি, হেমাটোলজি বিভাগ, ক্যান্সার চিকিৎসা বিভাগের উন্নয়নের জন্য পরিকল্পনা হচ্ছে।” অধ্যক্ষের দাবি, “মেডিক্যাল কাউন্সিলর অব ইন্ডিয়ার তরফে পরিদর্শন করে পরিকাঠামো জনিত কিছু অভাব থাকায় ৫০টি আসন কমানোর কথা বলা হচ্ছে। তবে আমরা সেই সমস্ত ঘাটতি পূরণ করে ফের পুনর্বিবেচনার বিষয়টি এমসিআইকে জানিয়েছি। সিদ্ধান্ত তাঁরা জানাবেন।”

এ দিন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, সিপিএমের দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার, আরএসপি-র নেতা বিকাশ সেন রায়, অন্য শরিক ফরওয়ার্ড ব্লক, সিপিআই নেতারা এ দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। তাদের অভিযোগ, ট্রমা সেন্টার চালু, বিএসসি নাসির্ং কলেজের ভবন, ক্যান্সার বিভাগের পরিকাঠামো উন্নয়ন নিউরোলজির বহির্বিভাগ চালু, ডেন্টাল কলেজের হাসপাতাল চালুর মতো প্রকল্প ধীর গতিতে এগোচ্ছে। এমবিবিএস ছাত্রছাত্রীদের জন্য আরও দু’টি হস্টেল দরকার। কর্তৃপক্ষ জানান, মাটিগাড়ার পাথরঘাটা গ্রামীণ এলাকায় সরকার নতুন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করলে ট্রমা সেন্টার চালু হবে। তার অপেক্ষা করা হচ্ছে। হাসপাতালের নানা বিভাগে রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার বা সিনিয়র চিকিৎসক না থাকা, নিরাপত্তার সমস্যা, জীবনদায়ী ওষুধ না থাকা, ন্যায্য মূল্যের ওষুধের দোকানে অনেক ওষুধ না থাকার মতো যে সব বিষয় নিয়ে গত দুই দিন ধরে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি করেন, সেই প্রসঙ্গও তুলে ধরেন বাম নেতারা। ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা, নানা বিভাগে সিনিয়র চিকিৎসক থাকার ব্যাপারে সোমবার আশ্বাস দেওয়া হলে মঙ্গলবার তারা কর্মবিরতি তুলে নেন। তবে তাঁদের অভিযোগ, জরুরি বিভাগে এখনও নিরাপত্তার ব্যবস্থা নেই, অনেক বিভাগে আরএমও, সিনিয়র চিকিৎসক থাকছেন না। তাঁরা ফের আমন্দোলনে নামা নিয়ে ভাবছেন। কর্তৃপক্ষকে এ দিন সমস্যার কথা ফের জানান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cpm aims at raiganj siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE