কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের সঙ্গে গোলমালের ঘটনায় পুলিশ এসএফআই-এর এক ছাত্রকে গ্রেফতার করেছে। বুধবার শিলিগুড়ি সূর্যসেন কলেজের ঘটনা। এসএফআইয়ের অভিযোগ, অন্যায় ভাবে তাদের কয়েক জন ছাত্রকে কলেজের কাছে বাল্মীকি বিদ্যাপীঠে নিয়ে গিয়ে মারধর শুরু করে টিএমসিপির কর্মী সমর্থকেরা। কোনও রকমে বাকিরা পালিয়ে গেলেও একজন পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করলেও ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম লক্ষ্মণ সাহানি। শিলিগুড়ি পুলিশের এসিপি (পূর্ব) পিনাকী মজুমদার জানান, গোলমালের ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। টিএমসিপির জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, ‘‘আমাদের এক ছাত্রকে এ দিন অন্যায় ভাবে মারধর করেছে এসএফআই তথা সিপিএম-এর লোকজন।’’ এসএফআই-এর জেলা সম্পাদক সৌরভ দাস অবশ্য টিএমসিপি’র অভিযোগ উড়িয়ে দিয়েছেন।