Advertisement
E-Paper

শিলিগুড়ি মেয়র নির্বাচনে যোগ দিচ্ছে না তৃণমূলও

শিলিগুড়ি পুরসভার মেয়র পদের নির্বাচনে যোগ দিচ্ছে না বামফ্রন্ট, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কেউই। বামফ্রন্ট এবং কংগ্রেস আগেই সে কথা জানিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে মেয়র পদে নির্বাচনে তারাও যে থাকছে না শনিবার পুরসভায় তৃণমূল পরিষদীয় দলের ঘরে বসে তা স্পষ্ট করে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি জানান, তৃণমূল পুর নির্বাচন চেয়েছেন। মেয়র এবং এবং তাঁর পারিষদরা গত ২০ মে ইস্তফা দেওয়ার পর রাজ্য সরকারের নির্দেশে ১৬ জুন মেয়র পদে নির্বাচনের দিন ঘোষণা করেন পুর কমিশনার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ০৩:১৪
বিশ্বকাপ জ্বর শিলিগুড়িতেও। বিধান মার্কেটে বিভিন্ন দলের জার্সি কেনার হিড়িক। ছবি: সন্দীপ পাল।

বিশ্বকাপ জ্বর শিলিগুড়িতেও। বিধান মার্কেটে বিভিন্ন দলের জার্সি কেনার হিড়িক। ছবি: সন্দীপ পাল।

শিলিগুড়ি পুরসভার মেয়র পদের নির্বাচনে যোগ দিচ্ছে না বামফ্রন্ট, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কেউই। বামফ্রন্ট এবং কংগ্রেস আগেই সে কথা জানিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে মেয়র পদে নির্বাচনে তারাও যে থাকছে না শনিবার পুরসভায় তৃণমূল পরিষদীয় দলের ঘরে বসে তা স্পষ্ট করে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।

তিনি জানান, তৃণমূল পুর নির্বাচন চেয়েছেন। মেয়র এবং এবং তাঁর পারিষদরা গত ২০ মে ইস্তফা দেওয়ার পর রাজ্য সরকারের নির্দেশে ১৬ জুন মেয়র পদে নির্বাচনের দিন ঘোষণা করেন পুর কমিশনার। শনিবার বেলা ওএকটা পর্যন্ত ছিল মেয়র পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র তোলা এবং জমা দেওয়ার শেষ সময়। তবে মেয়র নির্বাচনে অংশ নিতে কোনও দলই মনোনয়ন জমা না দেওয়ায় বিষয়টি ঝুলে রইল। পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, “কোনও কাউন্সিলর মেয়র পদের জন্য মনোনয়ন জমা না দেওয়ার বিষয়টি সোমবার রাজ্য সরকারকে জানানো হবে। সেই মতো পরবর্তী নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

গৌতম বলেন, “আমরা চাইলে অন্য দলের বেশ কিছু কাউন্সিলরকে আমাদের দলে সামিল করে বোর্ড করতে পারতাম। তা চাইনি। আমরা একক ভাবে বোর্ড চালাব মানুষের সেই রায় ছিল না। তাই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন করে রায় নিতে চাই।”

বামফ্রন্টের তরফে বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম আগেই জানান, তাঁরা মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন না। মানুষ তাদের বিরোধী আসনে বসিয়েছে তারা সে ভাবেই কাজ করবেন। কংগ্রেসও জানায় তারা মেয়র পদে ইস্তফা দিয়েছেন। তাই তারাও অংশ নেবেন না। তৃণমূল অবশ্য পরিষ্কার করে এত দিন তাদের সিদ্ধান্ত জানায়নি। তবে দলের কাউন্সিলরদের নিয়ে জেলাস্তরের বৈঠকে তাদের ১৫ জন কাউন্সিলরের মধ্যে অধিকাংশই মেয়র নির্বাচনে অংশ না নিতে মত দিয়েছিলেন। কেন না, ৪৭ আসনের পুরসভায় বোর্ড গড়ার মতো কাউন্সিলর সংখ্যা তাদের নেই। তা ছাড়া ১ অক্টোবর এই পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। এই অল্প সময়ের জন্য বোর্ডে যাওয়ার পক্ষে নন তাঁরা। সামনে বর্ষা। সে সময় কোনও উন্নয়ন কাজও হবে না। তাই এই সময়ে বোর্ডে গেলে বদনামের ভাগিদার হতে হবে। তবে রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটাই তারা মেনে চলবেন বলে জানা গিয়েছে।

tmc not going to join siliguri mayor elections mayor election siliguri tmc
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy