জাতীয় সড়কের ধারে প়ড়ে থাকা একটি সদ্যোজাত শিশুকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লি এলাকায় বুধবার দুপুর ১২টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি দোকানের সামনে শিশুটিকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে ওই এলাকার বাসিন্দা পেশায় মাংস বিক্রেতা মিঠু শেখ শিশুটিকে পালন করার জন্য বাড়িতে নিয়ে আসেন। পাঁচ বছর আগে বিয়ে হলেও এখনও নিঃসন্তান ওই দম্পতি। তাই প্রায় এক মাস বয়সের শিশুটিকে পালন করার আগ্রহ প্রকাশ করেন তাঁরা। পরে শিশু কল্যাণ সমিতি এবং চাইল্ড লাইনের সদস্যেরা শিশুটিকে উদ্ধার করে ভর্তি করেন মালদহ মেডিক্যালে।