Advertisement
১৮ মে ২০২৪

স্নাতক স্তরে ওবিসি-আসন সংরক্ষণের ঘোষণা রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে

চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে ওবিসি পড়ুয়ার জন্য আসন সংরক্ষণের কথা ঘোষণা করলেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষ। অন লাইনের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করতে শনিবার দুপুরে বৈঠকে বসেন কলেজ কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৯ জুন ২০১৪ ০২:০৮
Share: Save:

চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে ওবিসি পড়ুয়ার জন্য আসন সংরক্ষণের কথা ঘোষণা করলেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষ। অন লাইনের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করতে শনিবার দুপুরে বৈঠকে বসেন কলেজ কর্তৃপক্ষ। ওই বৈঠকের পরেই কলেজ কর্তৃপক্ষের তরফে এই শিক্ষাবর্ষ থেকে স্নাতকস্তরে ওবিসি সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য আসন সংরক্ষণের কথা ঘোষণা করা হয়। বৈঠকে স্থির হয়, ১০ জুন দুপুর ৩টে থেকে ১৯ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনকারীরা ফর্ম পূরণ করতে পারবেন। কলেজের ওয়েবসাইট www.raiganjcollege.ac.in এ লগ ইন করে এই ভর্তির সুযোগ মিলবে। ফর্ম পূরণের সময়ে কোনও রকম ত্রুটি হলে পড়ুয়ারা তা ১৯ জুন পর্যন্ত সংশোধন করতে পারবেন। রাজ্য সরকারের নির্দেশ মেনে চলতি শিক্ষাবর্ষ থেকেই স্নাতক স্তরের বিভিন্ন বিভাগে পাশ ও অনার্স কোর্সে ওবিসি পড়ুয়াদের জন্য ৯ থেকে ১৭ শতাংশ আসন সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায় বলেন, “৫৪টি আসনে স্নাতক স্তরে পাশ কোর্সে ভুগোল বিষয়ে পঠন পাঠন শুরু হচ্ছে। রেজিষ্ট্রেশন ফি বাবদ ১৬০ টাকা দিয়ে আবেদনকারীরা ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে ফর্ম ভরার পর ফি ব্যাঙ্কের মাধ্যমে জমা দেওয়া যাবে।” অনলাইনে তালিকা প্রকাশ করে মেধার ভিত্তিতে পড়ুয়াদের কাউন্সেলিংয়ে ডাকা হবে। কলেজে কলা বিভাগে ২৬৯২ থেকে ৩০০৯, বাণিজ্যে ২০০ থেকে ২৩৪ ও বিজ্ঞানে ৩০৩ থেকে ৩৩১ আসন করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raigunj university college graduation obc-quota
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE