Advertisement
০৭ মে ২০২৪

সুপার মার্কেট হবে ভস্মীভূত বাজারে, সিদ্ধান্ত বৈঠকে

অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বক্সিরহাট বাজারে সুপার মার্কেটের ধাঁচে পাকা স্টল করবে কোচবিহার জেলা প্রশাসন। সোমবার তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষের উদ্যোগে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশাপাশি প্রশাসন, নিয়ন্ত্রিত বাজার সমিতির কর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বক্সিরহাট ( কোচবিহার) শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৩
Share: Save:

অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বক্সিরহাট বাজারে সুপার মার্কেটের ধাঁচে পাকা স্টল করবে কোচবিহার জেলা প্রশাসন। সোমবার তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষের উদ্যোগে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশাপাশি প্রশাসন, নিয়ন্ত্রিত বাজার সমিতির কর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে।

প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, বক্সিরহাট বাজার চত্বরে আয়োজিত ওই বৈঠকে আলিপুরদুয়ার লোকসভার আওতাধীন পুড়ে যাওয়া বাজারটির পুনর্গঠনে তৃণমূল সাংসদ দশরথ তিরকে এলাকা উন্নয়ন তহবিল থেকে ১ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন। বৈঠকে রাজ্যের পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ, স্থানীয় তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায়প্রধান, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা ডাকুয়া প্রমুখও সরকারি উন্নয়ন তহবিল থেকে টাকার সংস্থানের পাশাপাশি বরাদ্দের আশ্বাস দেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরেও প্রকল্পটির বাস্তবায়নে আর্থিক বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হবে। প্রাথমিকভাবে এই জন্য অন্তত ১৫ কোটি টাকা খরচ ধরা হয়েছে। পুর্নগঠনের রূপরেখা চূড়ান্ত হতেই এ দিন ইঞ্জিনিয়ররা বাজারের মাপজোক করার কাজে নামেন।

কোচবিহারের জেলাশাসক তথা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সভাপতি পি উল্গানাথন বলেন, “পুরো বাজারটিকে আধুনিক ত্রিতল সুপার মার্কেটের চেহারায় গড়ে তোলার পরিকল্পনা হয়েছে। নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে ওই কাজ হবে। ইতিমধ্যে ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন খাত থেকে টাকার ব্যবস্থা হবে।” রাজ্যের পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এলাকার সাংসদ দুই কিস্তিতে ১ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন। অন্য জনপ্রতিনিধিরা সবাই এগিয়ে এসেছেন। বিভিন্ন খাতের সরকারি বরাদ্দও আছে। টাকার কোনও সমস্যা হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

baxirhat market coochbehar supar market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE