Advertisement
৩০ এপ্রিল ২০২৪

গণভোট: দয়া করে মন্তব্য প্রত্যাহার করুন মমতা, টুইট রাজ্যপালের

টুইটের দ্বিতীয় অংশে রাজ্যপাল মনে করিয়ে দিয়েছেন যে, সুপ্রিম কোর্টও এই নতুন আইনে স্থগিতাদেশ দেয়নি।

রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ২০:৩৬
Share: Save:

মুখ্যমন্ত্রীর ‘গণভোট’ মন্তব্য প্রসঙ্গে আসরে নামলেন রাজ্যপাল। সিএএ প্রসঙ্গে জনমত যাচাই করার জন্য রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে দেশে গণভোট করানোর দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে মন্তব্যের ঘণ্টাখানেকের মধ্যেই টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মন্তব্য প্রত্যাহার করতে বললেন মুখ্যমন্ত্রীকে. দেশের সুপ্রিম কোর্টও এই আইনে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি— মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন তিনি।

টুইটারে ধনখড় লিখেছেন, ‘‘নাগরিকত্ব আইনের পক্ষে ক’জন, বিপক্ষে ক’জন, তা দেখার জন্য রাষ্ট্রপুঞ্জ বা জাতীয় মানবাধিকার কমিশনের মতো কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে গণভোট করানো হোক’ বলে যে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলে খবর পেয়েছি, আমি তাঁকে তা প্রত্যাহার করতে অনুরোধ করছি।’’

টুইটের দ্বিতীয় অংশে রাজ্যপাল মনে করিয়ে দিয়েছেন যে, সুপ্রিম কোর্টও এই নতুন আইনে স্থগিতাদেশ দেয়নি। তিনি লিখেছেন, ‘‘মানুষের ভোগান্তি কমানোর স্বার্থে স্বাভাবিকতা ফেরানোর জন্য বিক্ষোভের পথ থেকে সরে আসার জন্য আমি সবাইকে আবেদন জানাচ্ছি।’’

রাজ্যপালের টুইট:

আরও পড়ুন:রাষ্ট্রপুঞ্জ গণভোট করাক ভারতে: মন্তব্য মমতার, তীব্র নিন্দায় বিজেপি
আরও পড়ুন:কলকাতা সমেত ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, হাড়কাঁপানো ঠান্ডা থাকবে রাজ্য জুড়ে

ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার প্রতিবাদ সভা ছিল তৃণমূলের। সেই সভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণভোটের দাবি তুলেছেন। সরকারের তত্ত্বাবধানে নয়, রাষ্ট্রপুঞ্জ বা মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে ভোট হোক— এমনই মন্তব্য করেছেন তিনি। টুইট করে সেই মন্তব্যই প্রত্যাহার করতে বলেছেন রাজ্যপাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagdeep Dhankhar Mamata Banerjee CAA NRC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE