Advertisement
২৪ এপ্রিল ২০২৪
OMR Sheet

তৃণমূল নেতার মেয়ে ও বিজেপি নেতার ভাই তালিকায়, দাবি

কলকাতা হাই কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ওই তালিকায় ২১২ নম্বরে নাম রয়েছে রোশনারা বেগমের। ৩২৩ নম্বরে অনুপের। বিধায়কের মেয়ে চোপড়ার একটি হাইস্কুলে ইংরেজির শিক্ষিকা।

একই অভিযোগে সরব বামেরাও।

একই অভিযোগে সরব বামেরাও। প্রতীকী ছবি।

মেহেদি হেদায়েতুল্লা
চাকুলিয়া শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ০৫:৪৮
Share: Save:

স্কুলে নিয়োগের পরীক্ষায় যাঁদের ‘ওএমআর শিট’ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ, সে তালিকায় উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম এবং চাকুলিয়ার বিজেপি নেতা আসীম মৃধার ভাই অনুপকুমারর মৃধার নাম রয়েছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা আলি ইমরান রমজ (ভিক্টর)। শনিবার এই নিয়ে তিনি সামাজমাধ্যমে ‘পোস্ট’ করেন। ভিক্টর বলেন, ‘‘শুরু থেকেই বলছিলাম, এ দুর্নীতিতে বিজেপির সঙ্গে তৃণমূলের সমঝোতা রয়েছে।’’ একই অভিযোগে সরব বামেরাও। জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি ‘আদালতের বিচারাধীন’ বলে মন্তব্য করেননি। অসীম বিজেপির সঙ্গে রয়েছেন বলে মানেননি জেলা বিজেপি নেতৃত্ব।

কলকাতা হাই কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ওই তালিকায় ২১২ নম্বরে নাম রয়েছে রোশনারা বেগমের। ৩২৩ নম্বরে অনুপের। বিধায়কের মেয়ে চোপড়ার একটি হাইস্কুলে ইংরেজির শিক্ষিকা। ইসলামপুরের পুরাতন পল্লির শ্বশুরবাড়িতে তাঁকে এ দিন পাওয়া যায়নি। তাঁর ফোন নম্বর দিতে চাননি বাড়ির লোক। তবে তাঁর বাবা বিধায়ক হামিদুল রহমান বলেন, ‘‘নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে মেয়ে চাকরি পেয়েছে। শুনেছি, ওদের প্যানেল বাতিল করা হচ্ছে বলে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তবে কোথাও কোনও নির্দেশ এখনও আসেনি। যাঁরা স্বচ্ছ ভাবে চাকরি পেয়েছেন, তাঁরা আদালতের দ্বারস্থ হচ্ছেন। আমার মেয়েও আইনজীবীর সঙ্গে কথা বলেছে। সে-ও আদালতে যাবে।’’

২০১৬ সালের বিধানসভা ভোটে চাকুলিয়ায় বিজেপির প্রার্থী ছিলেন অসীম মৃধা। এলাকায় তিনি এখনও বিজেপি নেতা বলে পরিচিত। তাঁর মন্তব্য, ‘‘তালিকা নিয়ে কী বলব! যা হয়েছে, সেটা টেকনিকাল বিষয়।’’ তাঁর ভাই অনুপ ইসলামপুরের একটি হাই স্কুলের ভূগোলের শিক্ষক। তিনি বলেন, ‘‘বিষয়টি বিচারাধীন। এ নিয়ে কিছু বলা সম্ভব নয়।’’

ভিক্টর বলেন, ‘‘উত্তরবঙ্গে এক মন্ত্রী নিজের মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। এ বার তৃণমূল বিধায়কের মেয়ে, বিজেপি নেতার ভাইয়ের নাম বিকৃত-তালিকায় এসেছে। মানুষ সব বুঝতে পারছেন।’’ সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হকের কটাক্ষ, ‘‘এঁরা সব কিছুতেই মিলেমিশে খাওয়ায় অভ্যস্ত।’’

জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এ নিয়ে মন্তব্য করেননি। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘‘এমন ঘটনা জানা নেই। অসীম এখন বিজেপির সঙ্গে যুক্ত নন। ফলে, এ ক্ষেত্রে দলের বক্তব্য নেই।’’

তথ্য সহায়তা: অভিজিৎ পাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

OMR Sheet TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE