Advertisement
০২ মে ২০২৪
Baiji Sangeet

ফিরছে কলকাতার হারিয়ে যাওয়া সংস্কৃতি, সৌজন্যে অ্যাকাডেমি থিয়েটার ও ঋদ্ধি বন্দোপাধ্যায়ের মিউজিক অ্যাকাডেমির ‘বাঈজি সঙ্গীত’

বাঈজিদের জীবনের এমন নানাবিধ গল্প ও বিবিধ বিষয় নিয়ে একাডেমি থিয়েটার এবং ঋদ্ধি বন্দোপাধ্যায়ের মিউজিক একাডেমি’র উদ্যোগে ২৮ ডিসেম্বর জ্ঞান মঞ্চে সন্ধ্যে ৬ ঘটিকায় অনুষ্ঠিত হতে চলেছে বাঈজি সঙ্গীত।

‘বাঈজি সঙ্গীত’

‘বাঈজি সঙ্গীত’

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৫
Share: Save:

অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে উনবিংশ শতাব্দীর শুরু। কলকাতা শহরে তখন জমিদার থেকে শুরু করে উঠতি বড়লোক শ্রেণির দাপট। তাতেই এ শহর পেল অন্য রকম এক সংস্কৃতি, ‘বাবু কালচার’। আর তার হাত ধরে সমাজের পরিচয় হল বাঈজিদের সঙ্গে। মধ্যযুগের শুরু থেকেই রাজদরবারে নৃত্য-গীতে পারদর্শী রমণীদের বিশেষ স্থান ছিল। এরাই মূলত বাঈজি নামে পরিচিত ছিলেন। কলকাতা শহরে বাবুদের বিনোদনের জন্যে বাঈজিদের রাখা হত। তাঁদেরই জীবনের হরেক গল্প ও সত্যি নিয়ে অ্যাকাডেমি থিয়েটার এবং ঋদ্ধি বন্দোপাধ্যায়ের মিউজিক অ্যাকাডেমির উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যে ৬টায় জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বাঈজি সঙ্গীত।

অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিচালনায় ঋদ্ধি বন্দোপাধ্যায় ও দেবজিত বন্দ্যোপাধ্যায়। পাঠে রয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ, নৃত্য পরিবেশনায় আছেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় এবং নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরূপ সেনগুপ্ত। অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মিউজিক অ্যাকাডেমির অনেক শিক্ষার্থীও।

অন্য রকম এই অনুষ্ঠান প্রসঙ্গে পরিচালক ও সঙ্গীতশিল্পী দেবজিত বন্দোপাধ্যায় বলেন, “আমাদের দেশে বাঈজী সংস্কৃতি সেই আদি যুগ থেকেই প্রতিষ্ঠিত। কিন্তু তাঁদের নাচ-গান ও বিনোদনের যে ক্ষমতা, তাতেই আমরা চিরকাল মোহিত হয়ে থেকেছি। কিন্তু এর পাশাপাশি আমাদের এটা বোঝা দরকার, বাঈজিরা এমন একটি সংস্কৃতির ধারাকে অব্যাহত রেখেছেন, যা আজকের সঙ্গীতের বিভিন্ন আঙ্গিককে সমৃদ্ধ করে চলেছে। অথচ এই ডিজিটাল যুগে সেই সংস্কৃতিকে আমরা ভুলতে বসেছি। বাঈজিদের গান, তাঁদের সাংস্কৃতিক চর্চার বিভিন্ন আঙ্গিককে মানুষের কাছে পরিবেশন করার উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান। আশা করি দর্শক এই পরিবেশনাটি পছন্দ করবেন।’’

অন্য দিকে ঋদ্ধি বন্দোপাধ্যায়ের কথায়, “আমি প্রধানত পঞ্চ কবির গান, নাটকের গান গেয়ে থাকলেও, কলকাতার বাঈজী সঙ্গীত ও বাঈজীদের সাংস্কৃতিক চর্চা আমায় বরাবর ভীষণ ভাবে টানে। আমাদের এই অনুষ্ঠান সেই সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য, যাঁরা নিজেদের পেশাগত কারণে যোগ্য সম্মান পাননি।’’

অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় বলেন, “এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই অনুষ্ঠানের সঙ্গে প্রথমে শুধু নৃত্যশিল্পী হিসেবেই যুক্ত হয়েছিলাম। বিষয়টির গভীরতা সম্পর্কে অবগত ছিলাম না। পরে দেবজিতদার থেকে এই অনুষ্ঠানের গভীরতা সম্পর্কে জানতে পেরে আমি আপ্লুত হয়ে গিয়েছি।’’

অভিনেতা দেবদূত ঘোষের কথায়, “দেবজিতদা ও ঋদ্ধিদির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তার সূত্রেই কাজ করতে আসা। কিন্তু এখানে যোগ দিয়ে বিষয়টি সম্পর্কে যখন অবগত হলাম, মনে হয়েছিল এ রকম কাজ আগে কেন হয়নি। এই ধরনের কাজ খুবই প্রয়োজনীয়। মানুষ এই অনুষ্ঠান দেখলে, সংস্কৃতির এক এমন আঙ্গিকের সঙ্গে পরিচিত হবেন, যা আমাদের নগর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে থাকবে।’’

টিকিট কাটতে ক্লিক করুন পাশের লিঙ্কে: https://in.bookmyshow.com/events/baiji-sangeet/ET00379974?

https://insider.in/baiji-sangeet-dec28-2023-ny-2024/event?

অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE