হাতের নোয়া খুলে রেখে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু সেই নিষেধাজ্ঞা মানতেই চাইলেন না এসএসসি পরীক্ষার্থী। পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি নোয়া পরেই পরীক্ষা দেবেন। কিন্তু নিয়ম তো নিয়মই। শোনা যায়, পরীক্ষা না দিয়েই হল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মনীষা সিকদার। তবে পরে জানা যায়, আবার ফিরে এসে পরীক্ষায় বসেন তিনি।
রবিবার এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার হিন্দু বালিকা বিদ্যালয়ে। সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৯৭ জন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় বিবাহিত মহিলা পরীক্ষার্থীদের হাতের নোয়া খুলে রেখে যেতে বলা হয়েছিল। অনেকেই প্রথমে আপত্তি জানান। পরে অবশ্য তাঁরা নিষেধাজ্ঞা মেনে নেন। সেই তালিকায় ছিলেন মনীষাও।
এসএসসি-তে গয়না পরে পরীক্ষা দেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। যদিও ওই পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাল্গুনী মল্লিক বলেন, ‘‘আনুষ্ঠানিক ভাবে আমরা এ রকম কোনও অভিযোগ পাইনি।’’