নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিংয়ে বেপরোয়া গতির মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালকের। বুধবার ভোরে, কড়েয়া থানা এলাকার মা উড়ালপুলে চার নম্বর সেতুর কাছে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমর দে (৩৫)। বাড়ি বাঁশদ্রোণী থানা এলাকার রামকৃষ্ণপল্লির দক্ষিণরায় নগরে। তিনি জিনিসপত্র ডেলিভারির কাজ করতেন। অভিযোগ, দুর্ঘটনার পরে দীর্ঘ সময় ধরে রাস্তায় পড়ে ছিলেন ওই যুবক। পুলিশের যদিও দাবি, ঘটনার খবর পেয়েই ওই যুবককে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে অমরের মাথায় হেলমেট ছিল না। তিনি হাওড়ায় এক বন্ধুর জন্মদিনের পার্টি সেরে মোটরবাইকে পার্ক সার্কাসের দিক থেকে দ্রুত গতিতে মা উড়ালপুল ধরে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। তখন চার নম্বর সেতুর কাছে বাইকের উপরে নিয়ন্ত্রণ হারান অমর। বাইক পিছলে সেতুর রেলিংয়ে ধাক্কা মারলে কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, রাস্তায় চাকার দাগ ও ঘটনাস্থল দেখে বোঝা গিয়েছে, বাইকের গতি অনেকটাই বেশি ছিল।
কেন মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারাল, তার তদন্ত শুরু করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেটাল স্কোয়াড। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের কাছাকাছি থাকা সিসি ক্যামেরার ফুটেজও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)