বচসা ও গোলমালের জেরে পানশালায় গুলি চলার ঘটনায় জখম হলেন সেখানকার ম্যানেজার। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে এক পানশালায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আহতের নাম পিন্টু রুদ্র। মূল অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ওই রাতে অভিযুক্ত দুই সঙ্গীকে নিয়ে পানশালায় যান। সেখানকার কর্মীদের সঙ্গে তাঁদের গোলমাল শুরু হলে প্রথমে তা মিটে যায়। পরে রাতে ফের বচসা শুরু হয়। অভিযোগ, তখন অভিযুক্ত আগ্নেয়াস্ত্র বার করে হুমকি দেন। তাঁকে নিরস্ত্র করার চেষ্টা হয়। তবুও গুলি চললে তা পানশালার ম্যানেজারের পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে আর জি করে ভর্তি করানো হয়। এর মধ্যেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেন।
সূত্রের খবর, মদ্যপানের সময়ে গ্লাস ভাঙা নিয়ে গোলমালের সূত্রপাত। পরে বেশি রাতে ফের মদ্যপান করতে চান অভিযুক্ত। তখন পানশালার নির্ধারিত সময় শেষ হয়ে এসেছিল। সে কথা তাঁদের জানালে ফের ঝামেলা শুরু হয়। তখনই চলে গুলি। তবে এই তথ্য যাচাই করে দেখছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সিসি ক্যামেরার ফুটেজে যাঁকে দেখা গিয়েছে, তিনি দক্ষিণ দমদমের বাসিন্দা। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে তিন রাউন্ড গুলি চলার দাবি করা হলেও পুলিশ এক রাউন্ড গুলি চলার কথা স্বীকার করেছে।
ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের একাংশের কথায়, ‘‘বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ও কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একাধিক পানশালা আছে। সে দিকে নজরদারি আরও জোরদার করা হোক।’’ যদিও পুলিশের দাবি, ওই দুই রাস্তাতেই পুলিশি নজরদারি রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)