উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)। অশোকনগর ছাড়াও মধ্যভারতের বিন্ধ্য অববাহিকাতেও মিলেছে প্রাকৃতিক গ্যাসের খোঁজ।
প্রাথমিক পরীক্ষায় একটি কুয়োর মধ্যে পরীক্ষানিরীক্ষা চালান ওএনজিসি-র ভূতত্ত্ববিদেরা। কুয়োটির মধ্যে দিয়ে প্রতি দিন এক লক্ষ ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের প্রবাহ লক্ষ্য করেছেন তাঁরা। এমনটাই জানিয়েছেন, ওএনজিসি-র ডিরেক্টর (অন্বেষণ) অজয়কুমার দ্বিবেদী। অর্থাৎ, প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি বেশ ভালো মাত্রাতেই রয়েছে অশোকনগরের মাটির তলায়।
গ্যাসের উপস্থিতির প্রমাণ পাওয়ার পর খতিয়ে দেখা হবে বাণিজ্যিকভাবে কতটা সফল হতে পারে গ্যাস উত্তোলন। তারপরেই শুরু হতে পারে খননের মাধ্যমে গ্যাস তোলার প্রক্রিয়া।