আসন্ন শিক্ষাবর্ষেও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অনলাইনে স্নাতকস্তরে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। সেই বিষয়ে প্রস্তুতি প্রক্রিয়া শুরু করল উচ্চ শিক্ষা দফতর। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিষয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করলেন এই দফতরের আধিকারিকরা।
সূত্রের খবর, আসন্ন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া শুরু করার কথা ভাবা হচ্ছে। গত বছর উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ মে মাসে হলেও ভর্তির কেন্দ্রীয় পোর্টাল চালু হয়েছিল জুন মাসের শেষে। দেখা গিয়েছিল, ভর্তির এই প্রক্রিয়া এত দেরিতে শুরু হওয়ায় অনেক পড়ুয়া ভিন রাজ্যের এবং বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গিয়েছিলেন। ফলে প্রচুর আসন ফাঁকাও থেকে গিয়েছিল বলে দাবি কলেজ অধ্যক্ষদের একাংশের। এই বছর তাই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরই এই প্রক্রিয়া শুরু করার কথা ভাবা হচ্ছে। এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির থেকে নতুন কোর্স চালু সহ প্রয়োজনীয় বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও ভর্তি কমিটির আহ্বায়কদের নিয়ে বৈঠক হয়। গত শিক্ষাবর্ষে প্রথমে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও পরে সেই দায়িত্ব কলেজের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই বৈঠকে এবার কোনও স্তরেই ভর্তি প্রক্রিয়া কলেজের হাতে না ছাড়ার দাবি জানিয়েছেন অধ্যক্ষরা। দ্বাদশ শ্রেণির সব পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টাল চালুর প্রস্তাবও ওই বৈঠকে দেওয়া হয়েছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)