Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জয়শ্রীতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি বিরোধী দলনেতার

দ্রুত ওই কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃত্বকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার আর্জি জানিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেম আব্দুল মান্নান।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৮ ০৩:৫২
Share: Save:

রিষড়ার জয়শ্রী কটন টেক্সটাইল কারখানার অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিরোধী দলনেতা। দ্রুত ওই কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃত্বকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার আর্জি জানিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেম আব্দুল মান্নান। তাঁর বক্তব্য, ‘‘শ্রমমন্ত্রী এর আগে বৈঠক করলেও কোনও সুরাহা হয়নি। শ্রমিকেরা এখন কর্মবিরতি ঘোষণা করেছেন। এই কারণ দেখিয়ে এর পরে কর্তৃপক্ষ লক আউট ঘোষণা করে দিলে প্রায় ছ’হাজার শ্রমিক কর্মহীন হবেন। হুগলি শিল্পাঞ্চলের হাল আরও খারাপ হবে।’’

হুগলির শিল্পাঞ্চলে ওই কারখানার গুরুত্ব মাথায় রেখেই মুখ্যমন্ত্রীকে বৈঠক ডাকার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। ওই কারখানায় গত এক মাস ধরে ডামাডোলের জেরে ভিন্‌ রাজ্যের শ্রমিকদের অনেকেই ফিরে গিয়েছেন। শ্রমিকদের একাংশের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই কর্তৃপক্ষ কাজের চাপ বাড়িয়ে দিচ্ছেন।

এক শ্রমিকের কথায়, ‘‘আমাদের তো সংসার চালানো দায় হচ্ছে। কারখানা বন্ধ থাকলে কার ভাল লাগে! আমরা চাই দ্রুত কারখানা খুলুক। কিন্তু কর্তৃপক্ষের সমস্ত সিদ্ধান্ত মেনে কারখানা খুললে আমাদের উপরে কাজের চাপ আরও বাড়ানো হবে কি না, সেটাই চিন্তার।’’ অপর এক শ্রমিকের দাবি, ‘‘কর্তৃপক্ষ তুচ্ছ বিষয় বড় করে দেখিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছেন। দ্রুত কারখানা খোলা হোক। শ্রমিকদের স্বার্থও সুরক্ষিত করা হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jaya Shree Textiles Rishra রিষড়া
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE