বাম নেতার স্মরণসভায় বিরোধী-নেতাদের উপস্থিতি নজর কাড়ল। বহরমপুরের প্রাক্তন আরএসপি সাংসদ প্রমথেশ মুখোপাধ্যায়ের স্মরণে রবিবার সেখানকার ঋত্বিক সদনে আয়োজিত সভায় বাম নেতা-কর্মীদের পাশাপাশি যোগ দিয়েছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী, মনোজ চক্রবর্তী, বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র-সহ অন্যেরা। তাঁরা সবাই প্রমথেশ প্রসঙ্গে স্মৃতিচারণ করেছেন। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর বলেছেন, “ওঁর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে জিতেছিলাম। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়নি। আরএসপি-র জেলা সম্পাদক সফিউল্লাকে অনুরোধ করব, সংসদে ওঁর বক্তৃতাগুলি একত্রিত করে বই প্রকাশ করা হোক।” স্মরণসভায় ছিলেন আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লাও। আয়োজকদের দাবি, মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও শাসক দলের কোনও প্রতিনিধিকে সভায় দেখা যায়নি। তবে সৌজন্যের ছবি আরও দেখা গিয়েছে এই সভায়। অধীর ও মনোজকে প্রণাম করে বিজেপি বিধায়ক সুব্রত বলেছেন, “ওঁরা দু’জনেই বয়সে অনেক বড়। সম্মান জানানোটা কর্তব্য।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)