Advertisement
২৫ এপ্রিল ২০২৪
partha chatterjee

Partha Chatterjee: বিধানসভায় পার্থই পড়বেন বাজেট, যেমন লিখেছিল আনন্দবাজার অনলাইন

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষ করেই বিধানসভা কক্ষে বাজেট বক্তৃতা শুরু করবেন শিল্পমন্ত্রী।

পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৯:৫৯
Share: Save:

তৃতীয়বার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পর বুধবার বিধানসভায় প্রথম বাজেট পেশ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই বাজেট পেশ করবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনে সেকথা প্রথম প্রকাশিত হয়েছিল। পার্থ বলেছেন, ‘‘এখনও অবধি আমি এ বিষয়ে কোনও নির্দেশ পাইনি। তবে পরিষদীয় মন্ত্রী হিসেবে আমি বাজেট পড়তেই পারি। এক্ষেত্রে আইনগত কোনও সমস্যা নেই।’’ অর্থমন্ত্রী অমিত মিত্রর অসুস্থ থাকার কারণেই এই সিদ্ধান্ত হয়েছে। যদিও, বাজেটটি তৈরি করে দেবেন অর্থমন্ত্রীই।

বিধানসভা সূত্রে খবর, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষ করেই বিধানসভা কক্ষে বাজেট বক্তৃতা শুরু করবেন শিল্পমন্ত্রী। প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা ভোট থাকায় অন্তবর্তী বাজেট পেশ করেছিলেন রাজ্য সরকার। সেবারও অর্থমন্ত্রী শারীরিক অসুস্থতার কারণে ৫ ফেব্রুয়ারি অন্তবর্তী বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক রীতি অনুযায়ী, অর্থমন্ত্রীর বদলে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী বাজেট পেশ করতে পারেন। তবে সে ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি নেওয়া জরুরি। ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর বাজেট পেশের আগেও রাজ্যপাল জগদীপ ধনখড়ের অনুমতি নেওয়া হয়েছিল। বিধানসভা সূত্রে খবর, এবারও রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE