Advertisement
১৯ মে ২০২৪

নজর ভোটে, উন্নয়নেই জোর পার্থের

পঞ্চায়েত নির্বাচনকে ‘পাখির চোখ’ করে উন্নয়নের বকেয়া কাজ দ্রুত শেষ করতে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কৃষি ও কৃষি বিপণন, উদ্যানপালন, প্রাণিসম্পদ, মৎস্য, খাদ্য, সমবায়, সেচ এবং পঞ্চায়েতের মতো যে-সব দফতরের সঙ্গে গ্রামীণ অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে, তাদের কর্তাদের নিয়ে শুক্রবার নবান্ন সভাঘরে বৈঠক করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ০৩:১৫
Share: Save:

পঞ্চায়েত নির্বাচনকে ‘পাখির চোখ’ করে উন্নয়নের বকেয়া কাজ দ্রুত শেষ করতে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কৃষি ও কৃষি বিপণন, উদ্যানপালন, প্রাণিসম্পদ, মৎস্য, খাদ্য, সমবায়, সেচ এবং পঞ্চায়েতের মতো যে-সব দফতরের সঙ্গে গ্রামীণ অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে, তাদের কর্তাদের নিয়ে শুক্রবার নবান্ন সভাঘরে বৈঠক করেন তিনি। বৈঠকে জেলা পরিষদের সভাধিপতিরাও হাজির ছিলেন। পরে পার্থ বলেন, ‘‘পঞ্চায়েতের কাজে কোনও দুর্বলতা থাকলে তা দেখতে হবে। সরকার প্রচুর প্রকল্প হাতে নিয়েছে। সেগুলির কাজ দ্রুত শেষ করতে হবে।’’

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, এ বছর সাত কোটি চটের ব্যাগ কিনবে খাদ্য দফতর। তা দেওয়া হবে চালকল-মালিকদের। এতে পাটশিল্পের সঙ্গে যুক্ত কৃষকেরা উপকৃত হবেন। কৃষি বিপণনমন্ত্রী তপন দাশগুপ্তের বক্তব্য, আগামী মার্চের মধ্যে ১০০টি সুফল বাংলার স্টল খোলা হবে। এখন চলছে ৫৭টি স্টল। জলসম্পদমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, বাম আমলে প্রতি বছর ৪০ হাজার হেক্টর জমিতে সেচের জল যেত। এখন সেটা বেড়ে হয়েছে ৬০ হাজার হেক্টর।

মুখ্যসচিব মলয় দে জানান, চাল সংগ্রহের ক্ষেত্রে প্রতিটি জেলাকে লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। কৃষকেরা যাতে কিসান ক্রেডিট কার্ড ও কৃষিঋণ পান, তা নিশ্চিত করতে হবে। গুরুত্ব বাড়াতে হবে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন ও সেচে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE