নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে ইডির মামলায় তাঁকে জামিন দিয়েছিল শীর্ষ আদালত। এ বার সিবিআইয়ের মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে জানিয়ে শীর্ষ আদালতে গেলেন পার্থ।
উচ্চ আদালতের তৃতীয় বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে শুনানি রয়েছে। বেলা ১১টা নাগাদ পার্থের আবেদনের শুনানি হতে পারে বলে খবর আদালত সূত্রে।
সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ-সহ ন’জন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ গত বছর ২০ নভেম্বর ওই মামলার রায় দিয়েছিলেন। বিচারপতি বন্দ্যোপাধ্যায় ন’জনেরই জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি সিংহ রায় তাঁর সঙ্গে একমত হতে পারেননি। তিনি কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুর করলেও পার্থ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহার জামিনে ‘না’ করে দিয়েছিলেন। ফলে ওই পাঁচ জনের জামিন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ডিভিশন বেঞ্চের কোনও মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে, তা স্থির করেন প্রধান বিচারপতি। তিনি তৃতীয় কোনও বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান। এ ক্ষেত্রে মামলাটি পাঠানো হয়েছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চে। কিন্তু তিনি পার্থদের পার্থ জামিনের আবেদন খারিজ করে দেন।