বুথ স্তরের দলীয় সংগঠনকে আরও চাঙ্গা করার বার্তা দিলেন রাজ্য যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরদুয়ারে দুপুর থেকে রাত পর্যন্ত দলীয় কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। সেখানেই এই বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
শিলিগুড়ি থেকে মঙ্গলবার সকালে রওনা দিয়ে বেলা পৌনে ১২টা নাগাদ আলিপুরদুয়ারের হাসিমারাতে তোর্সা শ্মশানকালী মন্দিরে পৌঁছন অভিষেক৷ মন্দির পৌঁছেই পুজোয় বসেন তিনি৷ প্রায় ৩৫ মিনিট পুজো করেন৷ এর পর শিব ও হনুমান মন্দিরেও পুজো দেন তিনি৷ সেই সময় জেলা নেতৃত্বও উপস্থিত ছিলেন ওই মন্দিরে৷ পুজো দিয়েই অভিষেক আলিপুরদুয়ার সার্কিট হাউসের উদ্দেশে বেরিয়ে পড়েন।
দুপুর দুটো নাগাদ সার্কিট হাউসে পৌঁছে মধ্যাহ্নভোজন সেরে আড়াইটে নাগাদ বৈঠক শুরু করেন অভিষেক। আলাদা আলাদা ভাবে জেলা কমিটি, বিধানসভাভিত্তিক দলীয় নেতা এবং চা-বাগান শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের দৈনিক মজুরি বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন। নির্বাচন সংক্রান্ত বৈঠকও করেন জেলা নেতৃত্বের সঙ্গে। এর পর বিধানসভাভিত্তিক বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে মুলত বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন অভিষেক। সরকারি যে সব প্রকল্পের সুবিধে সাধারণ মানুষ পাচ্ছেন সেগুলো নিয়ে আরও বেশি করে প্রচারের নির্দেশও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: মিছিলে না যেতে পারায় ক্ষমাপ্রার্থী বৈশাখী, শোভনও একা ফেলে যাননি
চা-বাগান শ্রমিক নেতাদের ছোট ছোট করে বৈঠক করে জন সংযোগ করার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিধানসভাভিত্তিক দলীয় সমস্যা মেটাতেও তিনি উদ্যোগী হন বলে দলীয় সূত্রে খবর। এর আগে দলীয় সব কমিটিকেই ১০ দিন অন্তর বৈঠক করার নির্দেশ দেওয়া হয়। অভিষেক নির্দেশ দিয়েছেন, ওই বৈঠক সাত দিন অন্তর করতে হবে।
আরও পড়ুন: ১৮ জানুয়ারি নন্দীগ্রামে মমতা, তেখালিতে প্রস্তুতি শুরু জনসভার
দলীয় বৈঠক থেকে বেরিয়ে কালচিনি ব্লকের তৃণমূল সভাপতি গনেশ মাহালি বলেন, ‘‘সকলকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন অভিষেক। আমরা তাঁর সঙ্গে বৈঠক করে উজ্জীবিত। ১০ দিনের পরিবর্তে প্রতি ৭ দিন অন্তর দলীয় বৈঠক করার নির্দেশ দিয়েছেন তিনি।’’