Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মাতৃভূমি নিয়ে ফের সংঘাত

নাছোড়বান্দা পুরুষযাত্রী। রণে ভঙ্গ-দেওয়া পুলিশ। অসহায় মহিলাযাত্রী। মাতৃভূমি লোকালকে ঘিরে সংঘাত ও জনরোষের চেনা ছক ফের দেখা গেল বুধবার, অশোকনগর স্টেশনে। তার জেরে আজ, বৃহস্পতিবার, অশোকনগরে ওই ট্রেনটি অবরোধ করা হবে বলে হুমকি দিয়েছে পুরুষযাত্রীরা। অন্য দিকে, পুরুষদের জন্য নতুন একটি ট্রেনের দাবি তুলে এ দিন মহিলা ট্রেন নিয়ে বিতর্ক আরও উস্কে দিলেন হাবরার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রেল পুলিশের নিরাপত্তার ফাঁক গলে মাতৃভূমিতে উঠছেন পুরুষ যাত্রীরা। বুধবার অশোকনগরে নির্মাল্য প্রামাণিকের তোলা ছবি।

রেল পুলিশের নিরাপত্তার ফাঁক গলে মাতৃভূমিতে উঠছেন পুরুষ যাত্রীরা। বুধবার অশোকনগরে নির্মাল্য প্রামাণিকের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
অশোকনগর শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০২:৫৮
Share: Save:

নাছোড়বান্দা পুরুষযাত্রী। রণে ভঙ্গ-দেওয়া পুলিশ। অসহায় মহিলাযাত্রী। মাতৃভূমি লোকালকে ঘিরে সংঘাত ও জনরোষের চেনা ছক ফের দেখা গেল বুধবার, অশোকনগর স্টেশনে। তার জেরে আজ, বৃহস্পতিবার, অশোকনগরে ওই ট্রেনটি অবরোধ করা হবে বলে হুমকি দিয়েছে পুরুষযাত্রীরা। অন্য দিকে, পুরুষদের জন্য নতুন একটি ট্রেনের দাবি তুলে এ দিন মহিলা ট্রেন নিয়ে বিতর্ক আরও উস্কে দিলেন হাবরার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

কী ঘটেছে বুধবার? এ দিন গোলমালের আশঙ্কায় মাতৃভূমির ভেন্ডার কামরাতেও পুরুষযাত্রীদের উঠতে দেওয়া হচ্ছিল না। বনগাঁ থেকে মাতৃভূমি লোকালটি সকাল ৮টা নাগাদ অশোকনগর স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। কিছু পুরুষযাত্রী মাতৃভূমির ভেন্ডার কামরাতে উঠতে গেলে বগিতে থাকা আরপিএফ জওয়ানেরা বাধা দেন।

ওই পুরুষযাত্রীদের মধ্যে ছিলেন অশোকনগরের মানিকনগর এলাকার বাসিন্দা, এক বেসরকারি সংস্থার কর্মী সুদর্শন সাহা। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়তেই জনা চারেক পুরুষযাত্রী ছুটে গিয়ে ওই ভেন্ডার কামরায় ওঠেন। সেই সময়ে ওই কামরায় উঠতে গিয়ে ধাক্কা লেগে পড়ে যান সুদর্শনবাবু। পিছনে-থাকা দুধের ক্যানে চোট পেয়ে তাঁর কানের পিছন থেকে রক্ত বের হতে থাকে।

নিত্যযাত্রীরা তেতে ওঠেন। গুজব রটে যায়, এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে রেলপুলিশ। ‘মার-মার’ আওয়াজ তুলে কিছু নিত্যযাত্রী প্ল্যাটফর্মের আরপিএফ জওয়ানদের দিকে তেড়ে যান। জওয়ানেরা রেললাইন ধরে দৌড়ে স্টেশন ছেড়ে যশোর রোডে পালিয়ে যান। নিত্যযাত্রীদের একাংশ এবং স্থানীয় তৃণমূল সমর্থকদের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হলেও পুরুষযাত্রীরা হুমকি দেন, আজ বৃহস্পতিবার মাতৃভূমি লোকালকে অশোকনগর স্টেশন পেরোতে দেওয়া হবে না।

শিয়ালদহের রেল পুলিশ সুপার দেবাশিস বেজ অবশ্য জানিয়েছেন, বৃহস্পতিবারও মাতৃভূমিতে নিরাপত্তা জোরদার থাকবে। বুধবারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কাউকে ধাক্কা দেওয়া হয়নি। মাতৃভূমিতে উঠতে গিয়ে এক ব্যক্তি পড়ে যান।’’ এ দিন দুপুরে নিজের বাড়িতে বসে সুদর্শনবাবুও বলেন, ‘‘কীভাবে পড়ে গিয়েছিলাম নিজেই জানি না।’’

মঙ্গলবার মাতৃভূমির ভেন্ডার কামরাতে প্রচুর পুরুষ উঠেছিলেন। হাবরায় গোলমাল পাকে। ফলে এ দিন সেই ঝুঁকি না নিয়ে রেল পুলিশ পুরুষদের ওঠার বিষয়ে কড়াকড়ি করে। এ দিনও বিভিন্ন স্টেশনে তৃণমূল নেতাকর্মীদের দেখা যায় পুরুষযাত্রীদের বোঝাতে।

সোমবার মাতৃভূমি ট্রেন ভাঙচুরের সঙ্গে যুক্ত সন্দেহে জিআরপি এবং জেলা পুলিশ তল্লাশি চালিয়ে হাবরার নানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম কৃষ্ণেন্দু ঘোষদস্তিদার, অভিজিৎ দাস, গোপাল মৃধা ও তন্ময় সিংহ। বুধবার বারাসত জেলা আদালত তাদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এঁদের মধ্যে কৃষ্ণেন্দু ঘোষদস্তিদার সরকারি চাকরি করেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কৃষ্ণেন্দুর পরিবার অবশ্য সোমবারের ঘটনার সঙ্গে তাঁর যোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার ফের অশোকনগরে গোলমালের আশঙ্কা করেছেন মহিলারা। রোজ এত পুলিশ পাহারাও সম্ভব নয়। কী করে এই সঙ্কট কাটবে?

রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘পূর্ব রেলের কাছে সকাল ৮টা ১০ নাগাদ হাবরা থেকে শিয়ালদহগামী নতুন ট্রেন চালুর দাবি করেছি। তা হলে পুরুষদের মাতৃভূমিতে যাত্রা করার প্রবণতা কমবে।’’ কিন্তু সাধারণ ট্রেনগুলির সঙ্গে বাড়তি ট্রেন হিসেবেই ‘মাতৃভূমি’ চালু হয়েছিল। মহিলা ট্রেনের সুবিধে পুরুষ পাবে না বলে বাড়তি ট্রেনের দাবি করা কি সঙ্গত? নিত্যযাত্রী অমৃতা বিশ্বাসের প্রশ্ন, তেমন হলে মহিলাদের জন্য যে কোনও বিশেষ ব্যবস্থা হলেই তো পুরুষরা বাড়তি লাভের আশায় তাতে কব্জা করার চেষ্টা করবেন। পুরুষযাত্রীদের ক্ষোভ অসঙ্গত, স্বীকার করেও খাদ্যমন্ত্রী বলেন, ‘‘সকালে অফিসের সময়ে সাধারণ যাত্রীদের ট্রেনের মধ্যে প্রায় ঘণ্টা দেড়েকের ফারাক রয়েছে। সেই সমস্যা মেটাতেই বাড়তি ট্রেনের দাবি জানিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Matribhumi Ashoknagar Train Rail sealdah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE