বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়ে সম্প্রতি ইজারাদারের ‘মারধরে’ সুদীপ্ত পণ্ডিত নামে এক কিশোরের মৃত্যু হয়েছিল। সুদীপ্তের পরিবারের পাশে দাঁড়িয়ে তার দাদাকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নৈহাটির শিবদাসপুরের আতিসারা গ্রামে মামার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে এসেছিল কাঁচরাপাড়ার বাসিন্দা সুদীপ্ত। নৈহাটিতেই মারধরের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। শুভঙ্করের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধিদল রবিবার প্রথমে শিবদাসপুর থানা, ঘটনাস্থলে যায় এবং সুদীপ্তের মামার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে। পরে কাঁচরাপাড়ায় নিহতের মায়ের সঙ্গেও কথা বলেছেন কংগ্রেস নেতৃত্ব। শুভঙ্কর বলেছেন, “সুদীপ্তের দাদাকে চাকরিতে নিয়োগ এবং তার মা’কে আর্থিক ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি।” ঘটনায় অভিযুক্ত ইজারাদারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সেই সূত্র ধরেই শুভঙ্করের দাবি, “দোষীর সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের অভাবে দোষী যাতে ছাড়া না-পায়, সেটা পুলিশকে নিশ্চিত করতে হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)