Advertisement
০২ মে ২০২৪
Protest

বিডিওর বদলি রুখতে পথে নামলেন বাসিন্দারা

সোমবার, নবমীর দিন আমডাঙা ব্লক অফিসের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় বিডিও-র বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে। উৎসবের দিনে অবরোধ চলায় যানজট সৃষ্টি হয়।

An image of Protest

বদলি প্রত্যাহারের দাবিতে অবরোধ। ছবি: ঋষি চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা
আমডাঙা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ০৭:৫২
Share: Save:

বিডিওর বদলি রুখতে পথে নামলেন সাধারণ মানুষ। তাঁরা অবরোধ করেছেন জাতীয় সড়কও। উত্তর ২৪ পরগনার আমডাঙার ঘটনা। স্থানীয় মানুষের দাবি, এ রকম বিডিও আগে কখনও দেখা যায়নি। তিনি ২৪ ঘণ্টা নিজের কর্তব্য করেন।‌ সৌমেন বণিক নামে ওই বিডিও-র বদলি আটকাতে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন এলাকার মানুষ।

সোমবার, নবমীর দিন আমডাঙা ব্লক অফিসের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় বিডিও-র বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে। উৎসবের দিনে অবরোধ চলায় যানজট সৃষ্টি হয়। ৩৫-৪০ মিনিট অবরোধ চলার পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় মহম্মদ ডুকরে বলেন, “এই বিডিও এখানে থাকলে আমাদের এখানকার অনেক মানুষ কাজের সুযোগ পাবেন। উনি সকলকে সমান চোখে দেখেন। আমডাঙার মানুষ চান বিডিও সাহেব এখানেই থাকুন। তাঁর বদলি আটকাতে তাই আণরা রাস্তায় নেমেছি।’’ এলাকার মানুষের হুঁশিয়ারি, এর পরেও বিডিও-র বদলি রদ না-হলে বৃহত্তর গণ আন্দোলনে নামবেন তাঁরা। বোদাই পঞ্চায়েতের বাসিন্দা আবুল হোসেন মণ্ডল বলেন, “বিডিও সাহেব মানবিকতার এক মুখ। উনি সব সময় মানুষের পাশে থাকেন। আমরা এমন মানুষ আর পাব না।” বিডিও নিজে অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest BDO Transfer Amdanga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE