দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান নিয়ে ফের আবেদন জমা পড়ল কলকাতা হাই কোর্টে। সোমবার সৌরভ দত্ত নামে দুর্গাপুরের এক বাসিন্দা এই আবেদন করেছেন বলে খবর। প্রসঙ্গত, এর আগেও পুজোয় সরকারি অনুদানের বিরোধিতা করে মামলা দায়ের করেছিলেন তিনি। তা নিয়ে বিস্তর শুনানিও হয়েছিল। অতিমারি পর্বে রাজ্য দাবি করেছিল, দর্শনার্থীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজ়র বিলি করার জন্য টাকা দেওয়া হয়েছে। সেই মামলার শুনানিতে ওই খরচের হিসাবও তলব করেছিল কোর্ট।
প্রসঙ্গত, গত বছর প্রত্যেক পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এ বার সেই টাকা এক ধাক্কায় ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার যখন বারবার আর্থিক সঙ্কটের কথা বলছে তখন এই অনুদান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার ভোটের আগে এই অনুদান বৃদ্ধির ভিন্ন তাৎপর্যের কথাও বলেছেন। এই পরিস্থিতিতে ফের অনুদান মামলা নিয়েও চর্চা শুরু হয়েছে। আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ, গোড়া থেকেই সরকারি কোষাগার থেকে পুজো কমিটিকে অনুদান দেওয়া এবং সেই টাকা খরচ নিয়ে প্রশ্ন উঠেছে। মামলাও হয়েছে। কিন্তু কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত এখনও বেরিয়ে আসেনি। পুজোর আগে এই অনুদান নিয়ে চাপানউতোর হলেও পুজো মিটতে তা ফের স্তিমিত হয়ে পড়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)