নির্বাচনী মরসুমে এ রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী। সেইসময় একাধিক বার ফোন করলেও, মমতা কথা বলেননি বলে প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী। এ বার আর তা হল না। বরং ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে ফোনে সবিস্তার আলোচনা হল দু’জনের মধ্যে। রাজ্য সরকারকে সবরকম সাহায্যেরও প্রতিশ্রুতিও দিলেন প্রধানমন্ত্রী।
শনিবার রাতভর উপকূল এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। তাতে রাজ্যে কী পরিস্থিতি তৈরি হয়েছে, তা জানতে রবিবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন নরেন্দ্র মোদী। অনেকক্ষণ কথা হয় দু’জনের মধ্যে। তার পরেই টুইটারে মোদী লেখেন, ‘ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টির পর পূর্ব ভারতের একাধিক এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছি। সাইক্লোন বুলবুলের তাণ্ডবে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন, তা নিয়ে কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের তরফে ওঁকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনাই করি।’
রাজ্যের পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রেখেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এ দিন টুইটারে তিনি লেখেন, ‘পূর্ব ভারতে সাইক্লোন বুলবুলের দাপটের দিকে নজর রেখেছি। কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের ত্রাণ সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রেখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি। প্রতিকূলতার সঙ্গে যাঁরা যুঝছেন, তাঁদের মঙ্গল কামনা করি। ’