Advertisement
E-Paper

জেলার পুজোতেও কলকাতার মতো আঁটসাঁট ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে ১৫ হাজারেরও বেশি পুলিশ

রাজ্য পুলিশের তরফে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম শুক্রবার সাংবাদিক বৈঠক করেছেন ভবানী ভবনে। সেখানে তিনি জানান, মহালয়া থেকেই ভি়ড় নিয়ন্ত্রণের কাজে লেগে পড়বে পুলিশ। তা চলবে বিসর্জন-কার্নিভাল পর্যন্ত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯
Police arrangements are being tightened during pujas in districts like Kolkata, says West Bengal State Police

শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। —নিজস্ব চিত্র।

কলকাতার মতো জেলার পুজোতেও পুলিশি ব্যবস্থা আঁটসাঁট করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণ ‘হোমওয়ার্ক’ করেই হবে। যেখানে যেমন ভিড় হয়, সেখানে তেমন ব্যবস্থা। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়ে দিল রাজ্য পুলিশ। এ-ও জানাল, পুজোয় সব জেলা মিলিয়ে (কলকাতা বাদে) ১৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকবে।

রাজ্য পুলিশের তরফে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম শুক্রবার সাংবাদিক বৈঠক করেছেন ভবানী ভবনে। সেখানে তিনি জানান, মহালয়া থেকেই ভি়ড় নিয়ন্ত্রণের কাজে লেগে পড়বে পুলিশ। তা চলবে বিসর্জন-কার্নিভাল পর্যন্ত। জাভেদ বলেন, ‘‘যে জেলায় যেমন ভিড় হয়, সেখানে তেমন ব্যবস্থা হচ্ছে। দরকারে বাহিনী পাঠানো হবে, যাতে পর্যাপ্ত ব্যবস্থা থাকে। রাতে যাঁরা ঘুরে ঠাকুর দেখবেন, তাঁরা যাতে সুরক্ষিত থাকেন, পুলিশ তা দেখবে। প্রয়োজনে হেডকোয়ার্টার থেকেও পুলিশ পাঠানো হবে।’’

রাজ্য পুলিশ জানিয়েছে, কোথাও যাতে পুলিশের ঘাটতি না থাকে, তা নজরে রেখে প্রয়োজনে অস্থায়ী কর্মীও নিয়োগ করা হবে। তাঁরা ভিড় এবং যানবাহন নিয়ন্ত্রণের কাজ করবেন।

কুড়মি সমাজের ডাকা ‘রেল অবরোধ’ কর্মসূচি নিয়েও নিজেদের অবস্থান জানিয়েছে রাজ্য পুলিশ। জাভেদ বলেন, ‘‘আগামী ২৫ তারিখ সমাজমাধ্যমে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। পুরুলিয়ার ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। পুলিশের কী করণীয়, তা আদলত বলেছে।’’ পুলিশের বার্তা, ‘‘রাজ্যের অনেক রোগীকে ট্রেনে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয়। অনেকে পড়তেও যান। তাঁদের কথা মাথায় রেখে যেন যাতায়াত ব্যবস্থা অচল না করা হয়। ইতিমধ্যেই জঙ্গলমহলের চার জেলায় বাহিনী পাঠানো হয়েছে। সিসিটিভির ব্যবস্থা রয়েছে। তার পরেও কিছু হলে আমরা প্রস্তুত আছি।’’

Durga Puja 2025 state police Javed Shamim
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy