সবং-কাণ্ডে ছাত্র পরিষদের (সিপি) সমর্থক এক ছাত্রের খুনের ঘটনায় ছাত্র পরিষদেরই এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম পল্টু ওঝা। তিনি এই কলেজের প্রাক্তন ছাত্রও। বৃহস্পতিবার ভোরে তাঁকে এক কংগ্রেস কর্মীর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে তাঁর ছ’দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
তদন্তের আগেই স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সবংয়ে ছাত্র খুন আসলে ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পরে মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের গলাতেও একই সুর শোনা গিয়েছিল। মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যে তদন্তের গতি পাল্টে যাওয়ার সম্ভাবনাই দেখেছিল রাজনৈতিক মহলের একাংশ। পল্টুর গ্রেফতারি এরই ফল কি না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ অবশ্য জানিয়েছে, পল্টুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে। গত ৭ অগস্ট সজনীকান্ত মহাবিদ্যালয়ে ঝামেলার সময় পল্টু গণ্ডগোলে জড়িয়ে পড়ে। কলেজ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে তা স্পষ্ট দেখা গিয়েছে।
উপরন্তু, ছাত্র পরিষদের কর্মী আট জনের বাড়িতে থানায় দেখা করতে বলে বুধবার নোটিস পাঠিয়েছিল পুলিশ। ছাত্র পরিষদের সহ-সাধারণ সম্পাদক সুকুমার বেড়া-সহ চার জন ওই রাতেই থানায় যান। রাতভর তাঁদের জেরা করেই পল্টুর কথা জানতে পারে পুলিশ। তার পরেই খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।