কলকাতার চিৎপুরে এক নাবালিকাকে ভয় দেখিয়ে গয়না লুট এবং খুনের চেষ্টার অভিযোগ উঠল সাঁতার প্রশিক্ষকের বিরুদ্ধে। ১১ বছর বয়সি ওই নাবালিকাকে প্রথমে গলায় গামছা পেঁচিয়ে এবং তার পরে গলায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে ওই সাঁতার প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সন্দীপ সাউ। তাঁর বিরুদ্ধে লুট, খুনের চেষ্টা-সহ তিনটি ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। ওই সময়ে চিৎপুর থানা এলাকার কাশীপুর রোডের ধারে নাবালিকার বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত সাঁতার প্রশিক্ষক। পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ সন্দীপ তাঁদের বাড়ি থেকে গয়না লুট করে নেন এবং নাবালিকাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন। বুধবার এই বিষয়ে চিৎপুর থানায় অভিযোগ জানায় পরিবার। ওই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান এবং তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় অভিযুক্ত ওই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন।
আরও পড়ুন:
পুলিশি জেরায় সন্দীপ স্বীকার করেন মঙ্গলবার তিনি নাবালিকার বাড়িতে গিয়েছিলেন। বাড়ির লকার থেকে গৃহিণীর গয়না বের করে দেওয়ার জন্য নাবালিকাকে ভয় দেখান তিনি। সাঁতার প্রশিক্ষকের কথায় ভয় পেয়ে নাবালিকা গয়না বের করে দেয়। অভিযোগ এর পরে নাবালিকার গলায় গামছা পেচিয়ে খুনের চেষ্টা করেন তিনি। রান্নাঘরের ছুরি দিয়ে নাবালিকার গলাতেও আঘাত করেন বলে অভিযোগ। আক্রান্ত নাবালিকাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে খবর, তার অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।