Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মাধ্যমিকের দ্বিতীয় দিনে তৎপর পুলিশ

এক দিকে টুকলি দেওয়ার মরিয়া তাগিদ। অন্য দিকে পুলিশের লাঠি। তাড়া খেয়ে পালানোর সময় কেউ কেউ পুলিশের দাকি ঢিলও ছুড়ল।বুধবার বাংলা পরীক্ষার দিনেই মালদহ ও উত্তর দিনাজপুরের কয়েকটি স্কুলে পুলিশের চোখের সামনেই টুকলি হয়েছে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৬
Share: Save:

এক দিকে টুকলি দেওয়ার মরিয়া তাগিদ। অন্য দিকে পুলিশের লাঠি। তাড়া খেয়ে পালানোর সময় কেউ কেউ পুলিশের দাকি ঢিলও ছুড়ল।

বুধবার বাংলা পরীক্ষার দিনেই মালদহ ও উত্তর দিনাজপুরের কয়েকটি স্কুলে পুলিশের চোখের সামনেই টুকলি হয়েছে বলে অভিযোগ। পুলিশ কোথাও কোথাও এক-আধবার তেড়ে গেলেও খুব সক্রিয় ছিল না বলেই জানান অনেক অভিভাবক। তার পরে বৃহস্পতিবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিনে পুলিশকে তৎপরই দেখা গিয়েছে।

পরীক্ষা থাকলে স্কুল চত্বরে ১৪৪ ধারা থাকে। কিন্তু, এ দিন পরীক্ষার এক ঘণ্টা কাটতেই মালদহের মানিকচক ও কালিন্দ্রী হাইস্কুলে টুকলি দেওয়া নিয়ে ফের গণ্ডগোল শুরু হয়। পুলিশ বাধা দিলেও কয়েক জন মরিয়া হয়ে কালিন্দ্রী হাই স্কুলে বাইরে থেকে টুকলি ছুড়ে দেন। বাধা দিতে যায় পুলিশ। তখনই স্কুলের বাইরে পুলিশের সঙ্গে অভিভাবকদের একাংশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়াও হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ কিছু অভিভাবকের পিছু ধাওয়া করে। লাঠিও চালায়। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে কয়েকজন মহিলা অভিভাবক পড়ে জখমও হন। পুলিশ অবশ্য লাঠিচার্জের কথা পুরোপুরি অস্বীকার করেছে। এ দিন ইংরেজবাজার ব্লকের কয়েকটি স্কুলেও নকল সরবরাহের অভিযোগ ওঠে।

এ দিন মানিকচক হাইস্কুলের বাঁধে যাতায়াতের দু’দিকে বহু সিভিক ভলান্টিয়ার ছিলেন। মানিকচকের বিডিও বলেন, ‘‘কালিন্দ্রী স্কুলে দু’ঘন্টা ছিলাম। বাইরে থেকে নকল সরবরাহ হয়নি।’’ মানিকচক স্কুলের বাইরে এক যুবক বললেন, ‘‘এত কষ্টেও কাজ হল না। অঙ্কের দিন ফের আসব।’’

উত্তর দিনাজপুরেও বাইরে থেকে টুকলি পাঠানোর অভিযোগ উঠেছে। তা রুখতে এ দিন জেলাশাসক আয়েশা রানি, রায়গঞ্জের মহকুমাশাসক থেণ্ডুপ নামগিয়েল শেরপা রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন। গোয়ালপোখর ১ ব্লকের ধরমপুর হাইস্কুলের পরীক্ষার্থী ও স্কুলের বিভিন্ন লুকনো জায়গা থেকে বেশ কিছু টুকলি উদ্ধার করেন জেলাশাসক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik exam 2017 Cheating Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE