বিজেপির আইন অমান্যকে ঘিরে ধুন্ধুমার জলপাইগুড়িতে। ব্যারিকেড ভেঙে জেলাশাসকের অফিসের দিকে এগোতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি হয়। পুলিশ নির্বিচারে লাঠি চালায় বলে বিজেপির অভিযোগ। বেশ কয়েক জন বিজেপি সমর্থককে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন শহরের সঙ্গে শুক্রবার জলপাইগুড়িতেও আইন অমান্য কর্মসূচি ছিল বিজেপির। এ দিন দুপুর দু’টো নাগাদ বিজেপির মিছিল জেলাশাসকের দফতরের সামনে ঢোকার কথা ছিল। সেই মতো পূর্ত দফতরের মোড় থেকেই পুলিশ একাধিক ব্যারিকেড তৈরি করে রাখে। শেষ ব্যারিকেড ছিল জেলাশাসকের দফতরের কাছে। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের নেতৃত্বে দুপুর আড়াইটে নাগাদ বিজেপির মিছিল পূর্ত দফতরের মোড় দিয়ে জেলাশাসকের দফতরের দিকে এগোতে শুরু করে। পুলিশের দাবি, প্রথম ব্যারিকেড ভেঙে বিজেপির মিছিল জেলাশাসকের দফতরের সামনে এসে পৌঁছয়। সেখানে লোহার গেট লাগিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। বিজেপি কর্মী সমর্থকদের ঠেলাঠেলিতে দু’টি ব্যারিকেড সরে যায়। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। বিজেপির অভিযোগ, হঠাৎই পুলিশ নির্বিচারে লাঠি চালাতে শুরু করে। মার খেয়ে বিজেপির কয়েকজন সমর্থক পড়ে যায়। অভিযোগ, এর পরেও লাঠিচার্জ বন্ধ করেনি পুলিশ। লাঠির ঘায়ে অন্তত আট জন সমর্থক জখম হয়েছেন বলে বিজেপির দাবি।