Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খবরটা কি ভুয়ো? যাচাইয়ের আবেদন পুলিশকর্তাদের

কলকাতা পুলিশের গোয়েন্দা-প্রধান প্রবীণ ত্রিপাঠী বুধবার বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ার কোনও পোস্টে কোনও অন্যায় বুঝতে পারলে পুলিশে খবর দিন।

 সোশ্যাল মিডিয়াতেও সতর্কতার পক্ষে সওয়াল করছেন পুলিশকর্তারা।

সোশ্যাল মিডিয়াতেও সতর্কতার পক্ষে সওয়াল করছেন পুলিশকর্তারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৯
Share: Save:

শুধু রোজকার যাপনেই নয়! নেট-রাজ্যের সোশ্যাল মিডিয়াতেও সতর্কতার পক্ষে সওয়াল করছেন পুলিশকর্তারা। পুলওয়ামা-কাণ্ডের অভিঘাতে এ রাজ্যেও হিংসা বা বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা রুখতে কয়েকটি দিক খেয়াল রাখতে বলছেন তাঁরা।

কলকাতা পুলিশের গোয়েন্দা-প্রধান প্রবীণ ত্রিপাঠী বুধবার বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ার কোনও পোস্টে কোনও অন্যায় বুঝতে পারলে পুলিশে খবর দিন। সেই পোস্ট ফের শেয়ার বা ফরোয়ার্ড করলে উল্টে হিতে বিপরীত হতে পারে!’’ রাজ্য পুলিশের এক কর্তার মত, উত্তেজনার বশে অনেকেই ভুয়ো বা ফেক খবরের পাল্লাতেও পড়ছেন। তাঁদেরও সতর্ক থাকা উচিত।

সিআইডি)-র তরফেও #ফেকনিউজ় লেখা একাধিক টুইটে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। সিআইডি-র আবেদন, কিছু খবর ফরোয়ার্ড করার আগে ভাবুন। খবরটার উৎস কে বা কারা, তা যাচাই করার চেষ্টা করুন। ভুয়ো খবরের কয়েকটি লক্ষণও টুইটে বাতলে দিয়েছে পুলিশ। যেমন, বানান ভুলের আধিক্য একটা সঙ্কেত হতে পারে! সিআইডি আরও বলছে, ‘‘কোনও খবর আপনাকে ক্ষুব্ধ বা বিমর্ষ করলেও ভেবে দেখুন, আপনাকে ইচ্ছে করে তাতাতে বা ব্যতিব্যস্ত করতে ওই খবরগুলো ছড়ানো হচ্ছে না তো! চিন্তাভাবনা করে তবেই খবর ফরোয়ার্ড করুন।’’

প্রশ্ন উঠতেই পারে, অপরাধ ঘটতে দেখলে পুলিশ কি মুখ বুজে বসে থাকতে বলছে? ত্রিপাঠীর পরামর্শ, খবরটা সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ঘোষণা না-করে কলকাতা পুলিশের ফেসবুক পেজে মেসেজ করুন। বিভিন্ন কমিশনারেটের সাইবার থানাতেও ই-মেল বা ফোন করতে পারেন। পুলওয়ামা-কাণ্ডের পরে নদিয়ার তাহেরপুরে কাশ্মীরি যুবককে মারধরের ভিডিয়ো অনেকেই শেয়ার করেছেন। পুলিশের মতে, এমন স্পর্শকাতর খবরের অঢেল প্রচার বাস্তববুদ্ধির পরিচয় নয়।

কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে নাগরিকদের সংঘর্ষের কিছু বহুচর্চিত পুরনো ঘটনা ফেসবুকে আলোচনার সূত্রে হুমকি, গালিগালাজের মুখে পড়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী। পুলিশ তাঁর পাশে দাঁড়িয়েছে। এক পুলিশকর্তার পরামর্শ, ‘‘উত্তেজিত না-হয়ে বুদ্ধি করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টার মোকাবিলা করুন।’’ তা ছাড়া ‘হেটস্পিচ’ বা ঘৃণা ছড়ানোর পেজ বা পোস্টগুলির বিষয়েও ফেসবুকের পাতায় ‘রিপোর্ট’ করতেও বলছে পুলিশ। এই ধরনের ‘অপরাধ’-এ পুজোর আগে কয়েক জনকে গ্রেফতার করেছিল সিআইডি।

হাত বাড়ালেই

সাইবার সেল, লালবাজার

৯৮৩৬৫১৩০০০ (২৪ ঘণ্টা খোলা), ০৩৩-২২১৪৩০০০

cyberps.kolkatapolice@gov.in

• সিআইডি, সাইবার সেল, ভবানী ভবন

০৩৩-২৪৫০৬১০০, ০৩৩-২৪৫০৬১৭৪

occomp.cid-wb@gov.in

• ব্যারাকপুর সাইবার থানা

০৩৩-২৫৪৫৩৭০০, ২৫৯২-০১১১

cybercipbkp@policewb,gov.in

• শিলিগুড়ি সাইবার থানা

০৩৫৩-২৬৬০০৪০

smpcyberps2@gmail.com, pscyber-smp@police.gov.in

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lynching Police Social Media
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE