Advertisement
১৯ মে ২০২৪

রাজভবন অভিযানে ধস্তাধস্তি ধর্মতলায়

টিপু সুলতান মসজিদের সামনে জড়ো হয়ে কংগ্রেসের নেতা-কর্মীরা বৃহস্পতিবার মিছিল নিয়ে এগোতে গেলে ধর্মতলায় পুলিশ তাঁদের বাধা দেয়।

রাজভবন।

রাজভবন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০১:৪৩
Share: Save:

ভাটাপাড়া, কাঁকিনাড়ায় লাগাতার অশান্তি, রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার রাজভবন অভিযান ধর্মতলাতেই আটকে দিল পুলিশ।

টিপু সুলতান মসজিদের সামনে জড়ো হয়ে কংগ্রেসের নেতা-কর্মীরা বৃহস্পতিবার মিছিল নিয়ে এগোতে গেলে ধর্মতলায় পুলিশ তাঁদের বাধা দেয়। ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে গেলে ধস্তাধস্তি বাধে, রাস্তায় বসে পড়েন কংগ্রেস কর্মীরা। অভিযানে সামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার, বিধায়ক ফিরোজা বেগম, দলের নেতা সন্তোষ পাঠক, আব্দুস সাত্তার, যুব কংগ্রেস সভাপতি শাদাব খানেরা।

সংখ্যালঘু শাখার চেয়ারম্যান ও বিধায়ক মিলটন রশিদের দাবি, ঘটনাস্থল থেকে ৪১ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raj Bhavan Congress Minority Cell Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE