Advertisement
E-Paper

উত্তপ্ত পাড়ুই, ফের বদলে গেল ওসি

কখনও মঙ্গলডিহি কখনও বা ছাতারবাঁদি, গোরাপাড়া— পাড়ুইয়ে এলাকা দখল নিয়ে শাসক দলের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের ‘লড়াই’-এর বিরাম নেই। পরিস্থিতি সামাল দিতে ক্রমান্বয়ে বদল হয়েছে পাড়ুই থানার ওসি। গত দশ মাসে ৬ জন। কিন্তু পুলিশের অনুশাসন এড়িয়েই পাড়ুই রয়ে গিয়েছে পাড়ুইয়েই। সোমবার রাত থেকে নাগাড়ে বোমাবাজির জেরে আহত হয়েছেন দু’পক্ষের অন্তত ৪ জন কর্মী। রাতভর এলাকা ঘিরে থাকলেও গ্রামে ঢোকার সাহস দেখাতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালে ফের বদলে গিয়েছে পাড়ুই থানার ওসি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৪:০৭
গ্রামের ভিতরে পড়ে থাকা গুলির খোল, বোমা দেখাচ্ছেন বাসিন্দারা।  ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

গ্রামের ভিতরে পড়ে থাকা গুলির খোল, বোমা দেখাচ্ছেন বাসিন্দারা। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

কখনও মঙ্গলডিহি কখনও বা ছাতারবাঁদি, গোরাপাড়া— পাড়ুইয়ে এলাকা দখল নিয়ে শাসক দলের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের ‘লড়াই’-এর বিরাম নেই।

পরিস্থিতি সামাল দিতে ক্রমান্বয়ে বদল হয়েছে পাড়ুই থানার ওসি। গত দশ মাসে ৬ জন। কিন্তু পুলিশের অনুশাসন এড়িয়েই পাড়ুই রয়ে গিয়েছে পাড়ুইয়েই।

সোমবার রাত থেকে নাগাড়ে বোমাবাজির জেরে আহত হয়েছেন দু’পক্ষের অন্তত ৪ জন কর্মী। রাতভর এলাকা ঘিরে থাকলেও গ্রামে ঢোকার সাহস দেখাতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালে ফের বদলে গিয়েছে পাড়ুই থানার ওসি।

অমরজিৎ বিশ্বাসকে সরিয়ে তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে দুবরাজপুরের ওসি নীলোৎপল মিশ্রকে। কেন? জেলা পুলিশ সুপার মুকেশ কুমারের সংক্ষিপ্ত জবাব, ‘‘এটা রুটিন বদলি। পুলিশের বিভাগীয় বিষয়।’’

সোমবার সন্ধ্যায় শুরু হওয়া দু’পক্ষের গোলমাল রাত গড়ালে ছড়িয়ে পড়ে ছাতারবাঁদি, গোরাপাড়া, হয়ে বেলতলা, হাঁসড়া এলাকায়।

তৃণমূলের অভিযোগ, পাড়ুইয়ের মঙ্গলডিহি পঞ্চায়েতের দলীয় সদস্য এবং তাঁর স্বামীকে খুনের চেষ্টা হয়। পাল্টা অভিযোগ করে বিজেপি— আক্রান্ত হয়েছেন তাঁদের অন্তত তিন জন কর্মী-সমর্থক।

তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই সোমবার রাতভর তাণ্ডব করছে। আমাদের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী গুরুতর জখম হয়েছেন।’’

স্থানীয় মঙ্গলডিহি পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহুবা বিবি এবং তাঁর স্বামী শেখ এনামুল সোমবার আহত হয়েছেন। এ দিন এনামুলের দাদা গোলাম মুস্তফা বলেন, ‘‘আমার ভাই শেখ এনামুল এবং তার স্ত্রী মহুবা বিবিকে বোমা মারা হয়েছে। বাড়িতে লুটপাট হয়েছে। দু’জনেই সঙ্কটজনক অবস্থায়ে হাসপাতালে ভর্তি।’’

এ দিন গ্রামে গিয়ে দেখা গিয়েছে, গোরাপাড়া, হাঁসড়া মোড়, বেলপাতা, গ্রামগুলির আনাচ কানাচে ছড়িয়ে রয়েছে বোমার সুতলি। ঝলসে গিয়েছে বহু বাড়ির দেওয়াল। বিজেপি কর্মী আব্দুর রকিবের বাড়ির পাশের দেওয়ালে বোমার দাগ স্পষ্ট। রকিবের মা রাফিয়া বিবি বলেন, “আমার ছেলে গোবেচারা। বিজেপি করার অপরাধে ছ’মাস হল জেল খাটছে। ছোট ছেলে আব্দুর সালেমকে দিন কয়েক আগে মেরে হাত পা ভেঙে দিয়েছে তৃণমূল। বর্ধমানে ভর্তি আছে। এ বার আমাকে আক্রমণ করেছিল।’’

মঙ্গলবার, বিধানসভায় জিরো আওয়ারে পাড়ুইয়ের সন্ত্রাস প্রসঙ্গে আলোচনার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানান বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। বলেন, ‘‘পাড়ুইতে দীর্ঘ দিন ধরে সন্ত্রাস চলছে। অথচ, মুখ্যমন্ত্রী কয়েক দিন আগে বিধানসভায় জানিয়েছেন, পাড়ুইতে কোনও গোলমাল হচ্ছে না।’’ তাঁর প্রশ্ন, রাজ্যের একটা অঞ্চল জুড়ে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক সংঘর্ষে অশান্ত হলেও তা নিয়ে বিধানসভায় আলোচনা হবে না কেন?

স্পিকার অবশ্য শমীকবাবুকে, এ সব কথা বিধানসভায় তোলার প্রয়োজন নেই বলে জানান। প্রতিবাদে এ দিন বিধানসভা অধিবেশন থেকে ওয়াক আউট করেন ওই বিজেপি বিধায়ক।

Political clash Parui Trinamool Congress Bomb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy