Advertisement
০৭ মে ২০২৪

দলীয় পতাকায় সরকারি অনুষ্ঠান

বিধায়ক তহবিলের টাকায় যাত্রী বিশ্রামাগার ও শৌচাগারের উদ্বোধন অনুষ্ঠান হল বটে তবে তা আপাদমস্তক মোড়া থাকল শাসক দলের পতাকায়। মঞ্চে সিপিএম থেকে আসা জনা কয়েক যুবকের হাতে দলীয় পতাকাও তুলে দিলেন বিধায়ক দেবশ্রী রায়।

নিজস্ব সংবাদদাতা
রায়দিঘি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০৩:৪৮
Share: Save:

বিধায়ক তহবিলের টাকায় যাত্রী বিশ্রামাগার ও শৌচাগারের উদ্বোধন অনুষ্ঠান হল বটে তবে তা আপাদমস্তক মোড়া থাকল শাসক দলের পতাকায়। মঞ্চে সিপিএম থেকে আসা জনা কয়েক যুবকের হাতে দলীয় পতাকাও তুলে দিলেন বিধায়ক দেবশ্রী রায়।

এর মধ্যে কোনও ‘অস্বাভাবিকতা’ দেখছেন না খোদ দেবশ্রী। তাঁর জবাব, ‘‘সরকারে তো আমাদের দলই রয়েছে, তাই আমাদের দলীয় পতাকা থাকলে অস্বাভাবিকতার কী আছে?’’

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ ব্লকের বয়ারগদি গ্রামে বিধায়ক তহবিলের ২ লক্ষ টাকায় তৈরি হয় বিশ্রামাগার এবং শৌচাগার। এ দিন তার উদ্বোধন করেন বিধায়ক। তবে অনুষ্ঠানটি শাসক দলের পতাকায় মুড়ে ফেলায় বিতর্ক এড়াতে জেলা প্রশাসনের কর্তাদের সকলেই এড়িয়ে যান অনুষ্ঠান মঞ্চ। স্থানীয় বিডিও মোনালিসা তিরকেও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। দলীয় সূত্রের খবর, সরকারি অনুষ্ঠান হলেও দেবশ্রীর উপস্থিতিতে স্থানীয় কয়েক জন সিপিএম কর্মীকেও দলে নেওয়া হয়। ব্লক তৃণমূল নেতা পালান মিস্ত্রির যুক্তি, “মঞ্চ গড়া থেকে অনুষ্ঠান দলীয় খরচেই হয়েছে। প্রশাসনিক কর্তাদের মৌখিক ভাবে নিমন্ত্রণ করা হয়েছিল মাত্র। তবে তাঁরা আসেননি।’’

দেবশ্রী বলেন, “আমি এসেছি নেত্রীর বার্তা নিয়ে উন্নয়ন করতে।” যা শুনে ব্লক প্রশাসনের এক কর্তার যুক্তি, উন্নয়ন ও পরিকল্পনা দফতরের মাধ্যমে বিধায়ক ও সাংসদ তহবিলের টাকা খরচ হয়। এটাই রীতি। তাঁর প্রশ্ন, ‘‘সরকারি টাকায় রূপায়িত প্রকল্পের উদ্বোধন দলীয় অনুষ্ঠান দিয়ে করা যায়? বিধায়কের কথা শুনে মনে হচ্ছে এ যেন তাঁর দলীয় অর্থে প্রকল্প হচ্ছে।’’

সিপিএমের মথুরাপুর-২ জোনাল কমিটির সম্পাদক বিমল ভাণ্ডারি বলেন, “শাসক দলের ঔদ্ধত্য দল ও প্রশাসনকে এক করে ফেলেছে। দেখা মনে হচ্ছে যেন দলের ব্যক্তিগত অর্থেই উন্নয়নের কাজ হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Political flags CPM Mathurapur toilet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE