২৮ অগস্ট, বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতর।
বর্ধমান বিশ্বিবদ্যালয়ের দু’টি বিষয়ের পরীক্ষা বৃহস্পতিবার বাতিল করা হয়েছে ‘অনিবার্য’ কারণে। বাংলা ও কমিউনিটি এনগেজমেন্ট, এই দু’টি পত্রের মৌখিক ছিল বৃহস্পতিবার। কিন্তু ২৭ অগস্ট, বুধবার বিশ্ববিদ্যালয় নোটিস দিয়ে তা বাতিল করার কথা জানানো হয়। ঘটনাচক্রে, বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সে জন্যই পরীক্ষা বাতিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরীক্ষা বাতিল হয়েছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েও। সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়কেও পরীক্ষা বাতিল করতে বলা হয়েছিল। যদিও উপাচার্য শান্তা দত্ত তাতে রাজি হননি বলেই দাবি।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ বলেন, ‘‘ছাত্রছাত্রীরা জানিয়েছিল, তাঁদের যাতায়াতের সমস্যা হবে। তা মাথায় রেখেই বৃহস্পতিবারের পরীক্ষা বাতিল করা হয়েছে।’’ তবে এই পরীক্ষা আবার কবে নেওয়া হবে, সে বিষয়ে কিছু বলতে চাননি উপাচার্য।
যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই যুক্তি মানতে চায়নি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের নেতা অমৃত রায় বলেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় অনুষ্ঠান থাকার কারণেই পরীক্ষা বাতিল করা হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের অঙ্গুলিহেলনে চলছে। এতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারভঙ্গ হচ্ছে।’’
পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ‘‘ছাত্র পরিষদের কলকাতায় বড় অনুষ্ঠান আছে। বাসে-ট্রেনে যাতায়াত করতে সমস্যা হবে ছাত্রছাত্রীদের। তাই আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম যাতে এই দিনে পরীক্ষা না-নেওয়া হয়।’’