গুজরাতের বাসিন্দা এক ছাত্রীকে বছর দেড়েক আগে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। তাঁর খোঁজে এ বার পোস্টার পড়বে বাংলার স্কুলে স্কুলে। স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, সিবিআই আবেদন করে, বাংলার স্কুলগুলিতে যাতে অপহৃত ছাত্রী ও অপহরণকারীর ছবি সংবলিত ‘সন্ধান চাই’ পোস্টার দেওয়া হয়। তদন্তকারী সংস্থার আবেদন মেনে স্কুলশিক্ষা দফতর সমস্ত জেলায় এ ব্যাপারে নির্দেশ পাঠিয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) চাপেশ্বর সর্দার বলেন, ‘‘নির্দেশটি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’
গুজরাতের ছোটিলা থানা এলাকার বাসিন্দা নিধি খক্কর নামে ওই ছাত্রীকে ধাভাল ত্রিবেদী নামে একজন অপহরণ করেছে বলে অভিযোগ। নিধির বয়স ১৮। ধাভালের ৪৬। দু’জনই নিখোঁজ। ছাত্রী নিখোঁজের ঘটনায় গুজরাত হাইকোর্টে মামলাও দায়ের করেছেন তাঁর পরিজনেরা। ২০১৮-এর ১১ অগস্ট থেকে নিখোঁজ বিকম অনার্সের সেকেন্ড সেমেস্টারের ছাত্রী নিধি।
তাঁর পরিবারের দাবি, ১১ অগস্ট কলেজ গিয়েছিলেন নিধি। আর বাড়ি ফেরেননি। ওই বছরেরই ১৫ অগস্ট পুলিশে নিখোঁজ অভিযোগ জানান পরিজনেরা। অভিযোগ, ছাত্রীর খোঁজ পেতে তৎপর হয়নি পুলিশ। এরপরই আদালতের দ্বারস্থ হয় পরিবার। আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, অপহরণের সঙ্গে এ রাজ্যের যোগসূত্র মিলেছে। তারই প্রেক্ষিতে স্কুল শিক্ষা দফতরকে এই আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: বজবজের যুবক কেন খুন মেরঠে, বাড়ছে ধোঁয়াশা
স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে ‘সন্ধান চাই’ পোস্টার দেওয়া হবে। জেলার এক অবর বিদ্যালয় পরিদর্শক (এসআই) বলেন, ‘‘নিখোঁজ এক ছাত্রীর খোঁজে স্কুলে স্কুলে পোস্টার দেওয়ার নির্দেশ জেলায় এসেছে বলে শুনেছি। জেলা থেকে যে নির্দেশ দেওয়া হবে, আমরা স্কুলে স্কুলে তা পাঠিয়ে দেব।’’