Advertisement
১৬ মে ২০২৪

ছিটমহলবাসীরা আক্রান্ত, অভিযোগ কংগ্রেস নেতার

ভারত-বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি হওয়ার ঠিক আগে ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের উপর মৌলবাদী-দুষ্কৃতীদের আক্রমণ হচ্ছে বলে অভিযোগ করলেন স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আগামী ৬ জুন ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৩:৩৯
Share: Save:

ভারত-বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি হওয়ার ঠিক আগে ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের উপর মৌলবাদী-দুষ্কৃতীদের আক্রমণ হচ্ছে বলে অভিযোগ করলেন স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আগামী ৬ জুন ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি হবে। প্রদীপবাবু কলকাতা প্রেস ক্লাবে সোমবার অভিযোগ করেন, ভারতীয় ছিটমহলের যে সব বাসিন্দা চুক্তির পরে বাংলাদেশ ছেড়ে এ দেশে চলে আসতে চান, তাঁদের বাধা দেওয়া হচ্ছে। ভারতীয় ছিটমহল ইউনাইটেড কাউন্সিলের পক্ষ থেকে তাঁর কাছে নিয়মিত এই অভিযোগ আসছে। প্রদীপবাবুর কথায়, ‘‘ভারতীয় ছিটমহল থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করে জানিয়েছেন, মিছিল করে তাঁর বাড়ি আক্রমণ করতে আসছিল দুষ্কৃতীরা। দুর্ভাগ্যজনক হল, ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের বদলে আক্রমণকারীদের পাশে দাঁড়িয়েছেন!’’ এই প্রেক্ষিতে প্রদীপবাবু বলেন, ‘‘প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কাছে আর্জি, তাঁরা দেখুন, যেন কেউ ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের উপর অত্যাচার করতে না পারে।’’ এই বিষয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকেও চিঠি দিয়েছেন তিনি।

কারা আক্রমণ করছে, তা নিয়ে প্রদীপবাবু জানান, রাজাকার-সহ বিভিন্ন মৌলবাদী শক্তি ওই আক্রমণের পিছনে রয়েছে বলে তিনি ছিটমহলবাসীদের কাছ থেকে জেনেছেন। প্রয়োজনে স্থায়ী কমিটির প্রতিনিধিরা সমস্যাগ্রস্ত এলাকা ঘুরেও আসতে পারেন বলে প্রদীপবাবু জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE