ভাঙা টিনের শেড, উপড়ে যাওয়া গাছের গুঁড়ি এখনও পড়ে আছে রাস্তার ধারে। কাকদ্বীপের রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলেছে বিডিও অফিসের দিকে। ঠিক এক বছর আগের স্মৃতি চোখের সামনে ভাসছে। আমপানের ক্ষত এখনও দগদগে। তার মধ্যেই ইয়াসের ভ্রূকুটি।
ঘূর্ণিঝড় চলাকালীন উপকূল এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা, হ্যাম রেডিয়োর কুইক রেসপন্স টিমের ১৫ জন সদস্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের ডাকে সোমবার সকালেই পৌঁছে গিয়েছি কাকদ্বীপ, গঙ্গাসাগর, মৌসুনি আইল্যান্ড, জি প্লট ও ঘোড়ামারায়। আমপানের সময়েও একই ভাবে কাজ করেছিলাম। এ বারও কাকদ্বীপে বেস স্টেশনের দায়িত্বে রয়েছি আমি এবং ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সেক্রেটারি অম্বরীশ নাগবিশ্বাস, শ্রয়ন মণ্ডল, বিশ্বজিৎ চক্রবর্তীরা। ওঁদের মধ্যে ঘূর্ণিঝড়ে কাজ করার অভিজ্ঞতা এই প্রথম হবে কলেজ ছাত্র শ্রয়নের। অন্য স্টেশনগুলিতেও যাঁরা আছেন, সকলেই অভিজ্ঞ। আয়লা থেকে আমপানের মতো সুপার সাইক্লোনে রীতিমতো জীবন বাজি রেখে কাজ করেছেন সকলেই।
আটটা নাগাদ যখন বিডিও অফিস লাগোয়া এসডিএলআরও অফিসের পাঁচতলার ছাদে চিলেকোঠার মাথায় উঠে ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) এবং এইচএফ (হাই ফ্রিকোয়েন্সি) অ্যান্টেনা বানাচ্ছি আমরা, তখন ঠা-ঠা রোদ। ঘাম ঝরছে দরদর করে, গাছের পাতাও স্থির। আমপানের সময়েও ঠিক এই ছাদেই একই ভাবে অ্যান্টেনা তৈরি করে বাঁশ ঠেকিয়ে যখন সেটি তোলা হচ্ছিল, চার পাশ ছিল এমনই গুমোট। তা হলে কি ঝড়ের সময় এগিয়ে এল? হ্যাম স্যাটেলাইট আপডেট অন্তত তেমন কোনও পূর্বাভাস দিল না।