Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Abhishek Banerjee

‘দিল্লির চাপে আমার স্ত্রীকে নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে’, সাংবাদিক বৈঠকে বললেন অভিষেক

সাংবাদিক বৈঠকে কী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখে নিন

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১৫:২৭
Share: Save:

বিমানবন্দরে বেআইনি সোনা নিয়ে আটক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশ পায়। এর পরই রবিবার সাংবাদিক বৈঠক করেন তিনি। সাংবাদিক বৈঠকে বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এমন যে ঘটেছে প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানান তিনি। সাংবাদিক বৈঠকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখে নিন

• বিষয়টি নিয়ে মানহানির মামলা করব। নির্বাচন কমিশনকেও বিষয়টি জানাব।

• অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের কাছে মাথা নত করেনি। অমিত শাহের বিরুদ্ধে এফআইআর করেছি। সে কারণেই গাত্রদাহ।

• আমার স্ত্রীর জন্ম ব্যাঙ্ককে। সে কারণেই তাঁর তাইল্যান্ডের পাসপোর্ট রয়েছে। এটা তো কোনও অপরাধ নয়।

• যদি তেমন কিছু ধরা পড়ে ফুটেজে আমি রাজনীতি ছেড়ে দেব।

• বিমানবন্দরে প্রবেশ মাত্র সকলেই সিসিটিভি ফুটেজের আওতায় চলে আসেন। আমি শুল্ক দফতরকে চ্যালেঞ্জ করছি তাঁরা সেই ফুটেজ দেখান।

আরও পড়ুন: বাবার জেতা কেন্দ্রে লড়ছেন অখিলেশ, তবে এসপির প্রচার তালিকায় নেই মুলায়ম

• আমরা খুব সাধারণ মানুষের মতো যাতায়াত করি। এর জন্য আমরা গর্বিতও। কিন্তু গত ৫ বছর ধরে সাধারণ মানুষের মতো থাকার খেসারত দিতে হয়েছে।

• আমার স্ত্রী ব্যাঙ্ককে চিকিৎসার জন্য গিয়েছিলেন। প্রয়োজনে তদন্তকারীরা সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন।

• সিসিটিভি ফুটেজ সামনে আনুক শুল্ক দফতর, যে কোনও তদন্তের জন্য রাজি রয়েছি।

আরও পড়ুন: আমার ছেলেটাকে মৃত্যুর মুখে দিও না, হত কিশোরের মায়ের আর্তি কানেও তোলেনি ২ লস্কর জঙ্গি

• দাবি করা হচ্ছে, আমার স্ত্রীকে বিমানবন্দরে ধরা হয়েছে। যদি ধরা হয়েই থাকে, তাহলে ছাড়া হল কেন? বাজেয়াপ্ত সোনাই বা কোথায়?

• আমি শুল্ক দফতরের কাছে ব্যাখ্যা চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেই এই হেনস্থার মুখে পড়তে হল তাঁকে?

• যে এফআইআর করা হয়েছে তার খসড়া দিল্লি থেকে পাঠানো হয়েছে। দিল্লির চাপে এটা করা হয়েছে।

• এটা বিজেপি, কংগ্রেস, সিপিএমের সংস্কৃতি। ব্যক্তিগত আক্রমণ করা আমাদের সংস্কৃতি নয়।

• আমি চাই সিসিটিভি ফুটেজ সামনে আনুক শুল্ক দফতর। এমন ঘটেছে প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।

• বিভিন্ন পোর্টাল এবং সাইটে ২ কেজি সোনা নিয়ে আমার স্ত্রীর ধরা পড়ার খবর ছড়িয়েছে। এই খবরের কোনও সত্যতা নেই।

• একাধিক সংবাদমাধ্যম এই খবরটা করেছে।

• ভীষণই ব্যক্তিগত কারণে এই সাংবাদিক বৈঠক করছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee Scam TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE