Advertisement
০২ মে ২০২৪
Pandemic

কচিকাঁচাদের স্কুলে ফেরাতে অভিনব উদ্যোগ বীরভূমে, শুরু ‘দুয়ারে শিশু ভর্তি’ কর্মসূচি

স্কুলফেরত শিশুদের বিতরণ করা হল মাস্ক, স্যানিটাইজার এবং মিষ্টি।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ১৭:৫৫
Share: Save:

কচিকাঁচাদের ফের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ বীরভূম জেলায়। শুক্রবার থেকে জেলায় শুরু হল ‘দুয়ারে শিশু ভর্তি’ কর্মসূচি। শিশুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্কুলে ফেরানোর আর্জি জানালেন বীরভূমের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কর্তা-সহ শিক্ষক-শিক্ষিকারা। সেই সঙ্গে স্কুলফেরত শিশুদের বিতরণ করা হল মাস্ক, স্যানিটাইজার এবং মিষ্টি।

শুক্রবার সকাল থেকেই বীরভূমের শান্তিনিকেতন থানার পিয়ারসনপল্লিতে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় শিশুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্কুলমুখী করতে ও ভর্তি করানোর জন্য আর্জি জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি প্রলয় নায়েক-সহ শিক্ষক-শিক্ষিকারা। এতে ভালই সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি সংসদের। শুক্রবার থেকেই স্কুল ভর্তিও প্রক্রিয়া শুরু হয়েছে। ‘দুয়ারে শিশু ভর্তি’ কর্মসূচিতে খুশি অভিভাবকরা। তাঁরা বলেন, ‘‘দীর্ঘদিন ধরে করোনার জেরে বাচ্চাদের পড়াশোনায় ছেদ ঘটেছিল। স্কুলের পড়াশোনা তো একপ্রকার ভুলেই গিয়েছিল আমাদের ছেলেমেয়েরা। স্কুলে গিয়ে বাচ্চাদের ভর্তি করাতে হত। তবে এ বার দুয়ারে শিক্ষক-শিক্ষিকাদের পাচ্ছি। ভীষণ সুবিধা হচ্ছে।’’

জেলার কচিকাঁচাদের স্কুলে ফেরাতে কর্মসূচি কার্যকরী হবে বলেও মনে করেন সংসদের সভাপতি প্রলয় নায়েক। তিনি বলেন, ‘‘বীরভূম জেলা জুড়ে আজ থেকে ‘দুয়ারে শিশু ভর্তি’ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি শিক্ষক গ্রামে গ্রামে গিয়ে শিশুদের স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। এতে অসংখ্য পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা উপকৃত হবেন। করোনার মতো অতিমারির ফলে অনেকেই স্কুলমুখী হচ্ছিল না। এ বার সে ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pandemic COVID-19 school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE