Advertisement
০৫ মে ২০২৪
Kaziranga National Park

কাজিরাঙা নিয়ে বার্তা উইলিয়াম ও ক্যাথরিনের

কেনসিংটন প্রাসাদ থেকে কাজিরাঙার উদ্যান অধিকর্তা পি শিবকুমারের কাছে চিঠি পাঠিয়ে দুঃখপ্রকাশ করলেন উইলিয়াম ও ক্যাথরিন। 

বানভাসি কাজিরাঙা। ছবি: পিটিআই।

বানভাসি কাজিরাঙা। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৫ জুলাই ২০২০ ০৩:৪২
Share: Save:

অসমে চলছে বন্যা। কাজিরাঙা থেকে প্রাণীদের বেরিয়ে আসা, একটু ডাঙার খোঁজ দিশেহারা সাঁতারের ছবি এখন নেটে ভাইরাল। সেই ছবি দেখে ব্যথিত চার বছর আগে কাজিরাঙা ঘুরে যাওয়া ব্রিটেনের রাজকুমার তথা ডিউক অব কেমব্রিজ যুবরাজ উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন। তাই কেনসিংটন প্রাসাদ থেকে কাজিরাঙার উদ্যান অধিকর্তা পি শিবকুমারের কাছে চিঠি পাঠিয়ে দুঃখপ্রকাশ করলেন উইলিয়াম ও ক্যাথরিন।

রাজকুমার উইলিয়াম লিখেছেন যে, “এক টানা বৃষ্টির ফলে প্লাবিত কাজিরাঙার বন্য জীবজন্তুর দুর্দশার ছবি হৃদয়বিদারক। এতগুলি গন্ডার-সহ শতাধিক পশুর মৃত্যু খুবই দুঃখজনক। ২০১৬ সালের এপ্রিলে আমাদের কাজিরাঙা সফর ছিল সবচেয়ে সুখের স্মৃতি। কাজিরাঙার কর্মীরা কতটা নিষ্ঠা ও আন্তরিকতায় পশুদের রক্ষা করেন তা জানি। তাই এই পরিস্থিতিতে প্রাণীদের উদ্ধার করা ও অরণ্যকে ক্ষতি থেকে রক্ষা করা তাঁদের কাছে কতটা কষ্টসাধ্য সেটা বুঝতে পারছি। ” এ দিকে কাজিরাঙার বান্দরডুবি এলাকায় জাতীয় সড়কে আশ্রয় নেওয়া ক্লান্ত গন্ডারটি পাঁচ দিনের শুশ্রূষায় খানিক বল ফিরে পেয়ে জঙ্গলের দিকে গিয়েছিল। তাকে খাবার ও ওষুধ দেওয়া চলছিল। বলও ফিরে পাচ্ছিল সে। কিন্তু আজ সকালে দুসুতি বনশিবিরের কাছে দেওপানি নদীর পারে তার মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kaziranga National Park Prince William
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE