Advertisement
০৯ সেপ্টেম্বর ২০২৪
PSC

PS Narasimha: মুকুলের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি-র আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন

২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন নরসিংহ।

মুকুল রায় এবং পিএস নরসিংহ।

মুকুল রায় এবং পিএস নরসিংহ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২১ ২৩:১৩
Share: Save:

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন পিএস নরসিংহ। কলকাতা হাই কোর্টে চলতে থাকা পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র মামলায় তিনি বিজেপি-র আইনজীবী। মুকুল রায়কে রাজ্য বিধানসভায় পিএসি চেয়ারম্যান করার সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেছিল বিজেপি। ওই মামলায় বিজেপি-র হয়ে সওয়াল করছিলেন এই প্রবীণ আইনজীবী। আগামী ৩১ অগস্ট শপথ নেবেন তিনি।

২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের দায়িত্ব সামলেছেন নরসিংহ। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু সমস্যা সমাধানে তাঁকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। অযোধ্যা মামলায়ও কিছু পক্ষের হয়ে সওয়াল করেছিলেন তিনি। নরসিংহ সুপ্রিম কোর্টের নবম বিচারপতি হতে চলেছেন, যিনি সরাসরি বার অ্যাসোসিয়েশন থেকে এই পদে আসছেন। ২০২৮ সালে তাঁর অবসর নেওয়ার কথা। ওই সময়ের মধ্যে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হওয়ারও সুযোগ রয়েছে তাঁর কাছে।

নরসিংহ সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ নেওয়ার পর কলকাতা হাই কোর্টে পিএসি মামলায় বিজেপি-র হয়ে সওয়াল করবেন বিএস বৈদ্যনাথন, যিনি গত শুনানিতেই অংশ নিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PSC mukul roy TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE