Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Motorbikes

পুরুলিয়ায় উদ্ধার ১৭টি চোরাই মোটরবাইক, গ্রেফতার তিন

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা বলেন অনুপ বাউরি, সঞ্জু কালিন্দী এবং অয়ন মুখোপাধ্যায়।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১৩:১৮
Share: Save:

একটি আন্তঃরাজ্য মোটরবাইক-পাচার চক্রের পর্দাফাঁস করল পুরুলিয়া জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে পুরুলিয়া টাউন থানার পুলিশ মোট ১৭টি বাইক উদ্ধার করেছে। পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা বলেন অনুপ বাউরি, সঞ্জু কালিন্দী এবং অয়ন মুখোপাধ্যায়। অনুপ ঝাড়খণ্ডের ধানবাদ জেলার চিরকুন্ডা থানা এলাকার বাসিন্দা। পশ্চিম বর্ধমানের কুলটি রানিতলায় থাকেন স়ঞ্জু। অন্য দিকে, অয়নের বাড়ি পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডে।

প্রসঙ্গত, ঝাড়খণ্ড লাগোয়া হওয়ার ফলে পুরুলিয়া জেলায় বরাবরই বাইক পাচার চক্রের রমরমা চলে বলে পুলিশ সূত্রের দাবি। পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, পাচার চক্রে সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা ছাড়াও এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Motorbikes Smuggling Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE